এবার আমাদের আরেক বন্ধুর কথা বলব সেই যে জ.ম. তামিম। তো তার টাইটেল নাম ছিল পিপি, মানে পুরা পাগল

। তো এই পিপি অদ্ভুত কাজ কারবার করত যা আমাদের চোখে তাকে আলাদা গুরুত্ব দিত

। আমরা স্কুল থেকে বের হয়ে বলতাম কার কেমন পরীক্ষা হয়েছে

। আর সে তখন বলত ওর পরীক্ষাও বেশ ভাল হয়েছে

। সে কি করত যদি কোন প্রশ্নেন উত্তর দিতে সমস্যা হত তখন সে তারা গালের দাড়ি ছিড়ত

। এভাবে যখনই প্রশ্নের উত্তর দিতে সমস্যা হয় তখনই সে দাড়ি ছিড়ে একটা করে এর বেশি নয়। তারপর সে সিগারেটও টানত খুব মজা করে। মাথা আকাশের দিকে করে তারপর সিগারেট টানত। এতে নাকি ধোয়াটা তাঁর ব্রেনে গিয়ে হ্টি করত (পাগলে কিনা করে,তবে প্লিজ তাকে পাগল ভাববেন না)। তারপর আমাদের সাথে আরেক ছেলে পড়ত যার নাম ছিল হাম্মাম। তার টাইটেল নাম ছিল বাথরুম

। হাম্মাম আমাদের টিচারকে এব্যাপারে কমপ্লেইন করলে তিনি বললেন হাম্মাম একটি সুন্দর নাম পবিত্র কোরআন শরীফে এই শব্দটি আছে

। আর তোরা পাজি বাদররা এই নামকে বাথরুমের সাথে তুলনা করেছি

। সেই হাম্মামের আরেক টাইটেল নাম ছিল ব্যঙ্গা

। তো একবার সে জিন্স আর শার্ট
পড়ে আসলে অনেক মেয়েরা বলতে থাকে যে ওকে নাকি খুব হ্যান্ডসাম লাগছিল

। এ কথা যখন তাকে বলা হল যে মেয়েরা তোমাকে হ্যান্ডসাম বলেছে। তবুও ও মন খারাপ করল

। বলল যে 'একটু কমই বলে ফেলেছে। আমি ভাবলাম মেয়েরা বলবে হ্যান্ডমাচ

।' আরো এক ছেলে আমাদের সাথে একবছর ছিল

। তার নাম ছিল রেজাউল হক রাজন। সে খুব সুন্দর করে বলত। যেমন র্র্যাজাউল হক রাঝন

। তার কয়েকটি শব্দ আজও আমার মনে আছে বলফেন, পাউন্টেন ফেন ইত্যাদি

। তো আমাদের ক্লাসে এক হুজুর ছিলেন এখনও তিনি আছেন। সেই হুজুর আমাদেরকে প্রায়ই তার বিশ্ববিদ্যালয় জীবনের কথা উঠলেই তিনি বলতেন ঢাকা ইউনিভার্সিটিতে তার এক বন্ধু আছে তার নাম মিঃ জেমস। সেই বন্ধু নাকি বলত, ' I dont believe it which is not existing.'

.' তার কথায় পুরো ক্লাস হেসে উঠত। তিনি ভাবতেন তাঁর বন্ধুর এরকম একগুয়ের মত কথায় আমরা হাসছি, কিন্ত তার কথা যে তার দাড়িতে পেচিয়ে একটি বিদঘুটে শব্দের সৃষ্টি করছিল সেটা কে তাকে বোঝাবে? তো সেই হুজুর মানে আমাদের সেই টিচারকে দেখলে সবচেয়ে ভাল ছাত্রটিও বলে ওঠে জেমস আসছে মিঃ জেমস। উনি পায়জামা পাঞ্জাবি পড়তেন এবং তার মাথায় একটা মখমলের টুপি থাকত। তার ছিল লম্বা কাঁচাপাকা দাড়ি। তো আমাদের আরেক বন্ধু বলত যে হুজুরের যে স্বাস্থ্য আর চেহারা যদি শুধু উনার দাড়ি কেটে ফেলা হয় তো তাকে নির্ঘাৎ হলিউডের নায়কের মত লাগবে

। (চলবে)
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:২৫