এবারের ২০১১ ক্রিকেট কিশ্বকাপে দ্বিতিয়বারের মত চাম্পিয়ন হল ভারত

। আমাদের বাংলাদেশ এবার দ্বিতিয় রাউন্ডেই উঠতে পারেনি

। আমরা সারা দেশবাসী পাগলের মত তাদের সমর্থন করে গিয়েছিলাম

। আমরা আশা করেছিলাম বিশ্বকাপ শেষে, আমরা হয়তো একটি মম্মানজনক অবস্থানে থাকতে পারব

। কিন্ত তাতো নয়ই উল্টো গোহারা হেরে আমাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়/#


)। এরপর আবার অস্ট্রেলিয়া আসে একটি সিরিজ খেলতে তাতে তিন ম্যাচে ধারাবাহিকভাবে হারলেও শেষ ম্যাচটি লড়াই করেই হারে বাংলাদেশ

। কিন্ত ততক্ষনে যা হবার হয়ে গেছে, আমরা সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ

। আমাদের দেশের দর্শকেরা যে এখনও এ দেশের ক্রিকেটারদের সমর্থন করে যাচ্ছেন এবং আমরা আশা করব তারা ভবিষ্যতেও করে যাবেন

। না করেই বা কি করবেন

? দেশটাতো আমাদেরই। দেশ খেলায় জিতলে আমরাও আনন্দিত হই আবার দেশ হারলে আমরা বেদনার্ত হই

। তবুও আমরা আমাদের দেশের ক্রিকেটারদের কাছ থেকে ভাল খেলা আশা করি এবং চাই তারা ভাল খেলুন



।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:০১