আজ বিশ্ব মা দিবস। বিশ্বের প্রতিটি দেশেই মা দিবস পালিত হচ্ছে। আসলে মায়ের মহিমা তুলে ধরার কোন নির্দিষ্ট দিন থাকেনা

। বিশ্বজুড়ে সন্তানেরা আজও ভালবাসবে প্রতিদিনের মত। কিন্ত এই দিনটির কথা মাথায় থাকবে যাদের, তারা অবশ্যই মাকে এই দিনে বিশেষ কিছু দিতে চাইবে, যদি ত্ না হয় তবে আর কিছুনা মায়ের কাছে গিয়ে প্রানভরে মা' বলে ডাকবে। আমারও অনেক স্মৃতি আছে আমার মাকে নিয়ে। আমি যখন স্কুলে পড়তাম তখন এক পরীক্ষা দেয়া শেষ কের বাসায় আসলে মা আমাকে জিজ্ঞাসা করলেন পরীক্ষো কেমন হয়েছে আমি উত্তরে বললাম ভালই হয়েছে এরপর সেই বিষষের বই বইটা পরীক্ষার পর এনেছি কিনা তা জিজ্ঞাসা করতেই আমি বললাম ভুলে পরীক্ষার হলে ফেলে এমেছি

। এরপর আবার সেই বই আনতে স্কুলে গেলাম

। গিয়ে দেখি স্কুলে রাউন্ড চলছে তাই আমাকে ভিতরে ঢুকতে দেয়া হলনা

। আমি তাই আমার এক ক্লাসমেট এর সাথে অন্য এক ক্লাস মেটের বাসায় গেলাম

। সেখানে গিয়ে আমরা ক্যরম খেলায় মগ্ন হয়ে পড়লাম

। এরপর খেলা শেষ করে আমি ও আমার সেই ক্লাস মেট যখন স্কুলে গেলাম তখন দেখি যে আমার মা নানীও গেটের বাইরে উদ্বিগ্ন মুখে গেটের বাইরে পায়চারী করছিলেন

। আমাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন আমি এতক্ষন কোথায় ছিলাম। এরপর গেটের অন্য আরও সিকিউরিটির লোকজন ছিলেন তারা বললেন যে বাবা তুমি ভিতরে যাও। যেহেতু তুমি স্টুডেন্ট তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করবেনা

। এরপর আমি পরীক্ষার হলে ঢুকি এবং হলে ভুলে রেখে যাওযা বইটা নিয়ে গেটের বাইরে চলে আসি। আমার জন্য আমার মায়ের উদ্বিগ্ন হবার একটি ঘটনাই আমি আজ মা দিবসে সবার সঙ্গে শেয়ার করলাম। পৃথিবীর সব মা তার সন্তানদের জন্য এরকম উদ্বিগ্ন হয়ে থাকেন।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১১ দুপুর ১:২৫