বর্ষায় আমার একটি কবিতা-
আমি ভাই পারিনা তেমন লিখতে কোন কবিতা
তবুও সব সময় কেন যেন করে যাই চেষ্টা
নিজের কবিতা পড়ে আমি নিজেই হাসি
কবিতা কেন হলনা তাও বুঝি
বর্ষায় আকলাম সুন্দর একটি ছবি
মন বলে আমি হতে চাই কবি
হতে চাই না আমি ছিলামই এক কবি
কবিতা দিয়ে যে আকাঁ হয় একটি অসম্পূর্ন ছবি
বর্ষায় এরকম এলমেলো আমার ভাবনা
তবুও আমি কবিতা লেখা ছাড়িনা
যদি কোন কবিতা হয়েও যায় তবে তা একান্ত আমারই
কবিতা লিখতে ইচ্ছা হয় তাই সবসময়ই
শুরু হয়ে গেছে বর্ষা উৎসব। কবিগুরুর গানের মত 'বাদল দিনের্ও প্রথমও কদমও ফুল' যদিও আমরা এখনও দেখতে পাইনি। তবুও কিন্ত বর্ষা উৎসব শুরু হয়েছে। দূর হয়ে যাক সকল অভাব অভিযোগ। সকল রোগব্যাধী এমনকি সকল সমস্যাও। আমরা কামনা করি সবার সুস্থ্য ও সুন্দর জীবন। এই বর্ষা উৎসব আমাদের সকল আশা আকাঙ্খা পূর্ণ করুক এই কামনা নিয়েই এই বর্ষা উৎসব শুরু হোক। সবাইকে বর্ষা উৎসবের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




