আমার শতমুখো চুমু আজ তোমায় ছূঁয়ে দেবে,
তুমি শত ছলনা করবে, আমি সহস্রমুখো হবো।
তুমি যত পালাবে আমি বেপরোয়া হবো,
তুমি যত লুকোবে আমি সাহসী হবো,
তুমি যত মিনতি করবে আমি অধীর হবো,
তুমি যত ঘৃণা করবে আমি অটল হবো।
তুমি সহস্র রূপে পালাবে,
আমি লক্ষ ওষ্ঠ নিয়ে ঘিরে ধরবো।
বালিকা, আমার ওষ্ঠ তোমায় ছূঁয়ে দেবে।
।
।
।
অবশেষে হার মানলো বালিকা,
ওষ্ঠযুগল বাড়িয়ে দিলো আপন মনে,
বড় একঘেয়ে ভাবলো বালক আনমনে।
হঠাৎ বালিকা এক পাতার ফাঁকে,
একটু ভেবে বললো বালক তাঁকে
আমার শতমুখো চুমু আজ তোমায় ছূঁয়ে দেবে,
।
।
।
........................
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




