আবার নির্বাচন আসছে। নিরীহ কতগুলো মানুষ আবার মারা পড়বে। আজব এক দেশে বাস করি, যেখানে জীবনের মূল্য অতিসামান্য। শত শত মানুষ মারা পড়ে, কারো কোন মাথাব্যাথা নেই এ নিয়ে। এ যেন অতিসাধারণ ব্যাপার। কেউ দায়ী নয়, বন্ধ করার কোন উদ্যোগ নেই, কোন বিচার নেই। মাঝে মাঝে মনে হয় বড় ভূল জায়গায় অথবা ভূল সময়ে জন্ম নিয়েছি। মানুষের জীবন এত সস্তা, এত মূল্যহীন। কোন গোষ্ঠির কোন সিদ্ধান্ত/ব্যাপার হয়তো পছন্দ হলোনা। আপনি সাধারণ মানুষ জীবিকার তাগিদে বের হলেন, উক্ত সিদ্ধান্তের সাথে আপনার কোন রকম সম্পৃক্ততা নেই । কিন্তু ওরা প্রতিবাদ স্বরূপ আপনাকে রাস্তায় মেরে ফেললো।
কোন বিচার হবেনা , বন্ধ করার কোন উদ্যোগ কেউ নিবেনা। একটা সংখ্যায় ফেলে দিয়ে এটা নিয়ে ব্যাবসা হবে। রাস্তায় নেমে মানুষ না মারলে এদেশে ব্যাবসা হয় না, বিদেশে বাড়ি হয়না।
এদেশে স্রেফ দুটো দল, এক যে কোন সময় প্রয়োজনে/অপ্রয়োজনে জবাই হওয়ার ভেড়া। দুই জবাই কারী জল্লাদ।
আবার জবাই হওয়ার মৌসুম আসছে। ভেড়ার পাল ঘাস লতা পাতা খাওয়ার যা খেয়ে নিন। কখন কাকে মারবে তার কি ঠিক আছে?
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




