হারাধনের ১০টি ছেলে ঘোরে পাড়া ময়
একটা গেল মাছের পেটে রইল বাকি নয়.......................
..................................
.................................
হারাধনের ৭টি ছেলে ঘোরে পাড়া ময়
একটা গেল বাঘের পেটে রইল বাকি ছয়.
......................
বিখ্যাত এই কবিতার মতো্ই অবস্থা বর্তমান সরকারের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে দিন বদলের সরকারের একে একে বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর তারিকা ব্যর্থ প্রমাণ করেছে দুষ্টু ব্যবসায়ীরা। আজ গেল হারাধনের নয় নম্বর ছেলে অর্থ্যাৎ প্রধানমন্ত্রীর তারিকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রাখতে ব্যবসায়ীদের নৈতিকতা নিয়ে ব্যবসা করার আহবান জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। এটাও যে কাজে আসবে তা বলা মুশকিল। শেষ চিকিৎসা হিসেবে হারাধনের ১০ নং ছেলে রাষ্ট্রপতিই এখন বাদ রয়েছে। দেখা যাক হারাধনের ১০ নং ছেলে দ্রব্যমুল্যের রাশ টেনে ধরতে ব্যবসায়ীদের জন্য ১০ নং বিপদ সংকট ডেকে এনে জনগণকে ১০ নং মহা নাভিশ্বাস থেকে উদ্ধার করতে কি তরিকা দেন.........................................?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




