
প্রায় বছর খানেক সেপারেশনে থাকার পর তিন্নি-হিল্লোলের ডিভোর্স হয়ে গেল। এর মধ্য দিয়েই আলোচিত এই তারকা দম্পতির আড়াই বছরের সংসারের অবসান হলো। তাদের দুই বছর বয়সী কন্যা ওয়ারিশা এখন আছে তিন্নির সঙ্গেই।
tinne তিন্নি-হিল্লোল প্রেম করে বিয়ে করেছিলেন ২০০৬ সালের ২৮ ডিসেম্বর । তাদের বিয়েটা সে সময় আলোচনার ঝড় তোলে। বিয়ের পর সব দম্পতির মতোই টুকটাক মন কষাকষি ছাড়া ভালোই চলছিল তাদের সংসার। মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানে এই ঝলমলে তারকা দম্পতির প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই টোনাটুনির সংসার আলোকিত করে জন্ম নেয় কন্যা সন্তান ওয়ারিশা। গর্ভধারণের জন্য মাঝে তিন্নিকে মিডিয়া থেকে লম্বা একটা সময় বিচ্ছিন্ন থাকতে হয়। স্বাভাবিকভাবেই আগের শীর্ষ অবস্থানটি তার হাতছাড়া হয়ে যায়। কন্যা জন্মের পর আবারও তিন্নি কাজ শুরু করেন মিডিয়ায়। কিন্তু আগের অবস্থানে পৌছাতে না পারায় বেপরোয়া হয়ে উঠেন তিন্নি। মিডিয়ায় প্রভাবশালীদের সঙ্গে গড়ে তোলেন সম্পর্ক। অশান্তি ভর করে এই তারকা দম্পতির সংসারে।
হিল্লোল অবশ্য মিডিয়ায় তার কাজের ধারাবাহিকতা সবসময়ই বজায় রাখেন। তিন্নিকে তিনি দিয়েছিলেন স্বাধীনতা। মিডিয়ায় স্ত্রীর কাজে কখনো হিল্লোল হস্তক্ষেপ করেননি। কিন্তু বেপোরয়া তিন্নি একের পর এক সম্পর্ক গড়ে তোলেন নাট্যনির্মাতা আদনান আদী, দীপঙ্কর দীপন, তন্ময় তানসেন, রায়হান খানসহ আরও অনেকের সঙ্গে। তিন্নি আর হিল্লোলের দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করলে ২০০৯ সালের শেষের দিকে তারা আলাদা থাকতে শুরু করেন। একাধিকবার তাদের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তার বাস্তবায়ন হয় নি। tinne গতবছরের নভেম্বরের শেষের দিকে হিল্লোল তালাকনামা পাঠিয়েছিলেন তিন্নির কাছে। সম্প্রতি তাতে স্বাক্ষর করেছেন তিন্নি। এর মধ্য দিয়ে তাদের স্বামী-স্ত্রীর অবসান হয়েছে।
তিন্নি দূরে সরে যাওয়ার পর ছোটপর্দার আরেক গ্ল্যামার গার্লের সঙ্গে হিল্লোলের ঘনিষ্ঠতা গড়ে উঠে। জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীনের সঙ্গে হৃদয়ঘটিত ব্যাপারে জড়িয়েছেন হিল্লোল। যদিও হিল্লোল ও নওশীন দুজনই বিষয়টি অস্বীকার করছেন। তার দুজনই বলছেন, আমরা একে অন্যের খুব ভালো বন্ধু। মজার ব্যাপার হলো, তিন্নি আর হিল্লোল তাদের বিয়ের আগে তাদের মধ্যকার সম্পর্ক জানতে চাইলে দুজনই ঠিক এক কথাটিই বলতেন।
অন্যদিকে বিখ্যাত(কুখ্যাত) আরজে নীরব মিয়ার দিনকালে ব্যাপক ভাটারটান লক্ষ্য করা যাচ্ছে,নওশীনের টেম্পরারী নাগর এই নীরব সাম্প্রতিক এক লাইভ অনুষ্ঠানে এক ফোনকলার কৃর্তক চরম অপমান হওয়ার পরে অনেকটাই নীরব হইয়া গেছেন ...

এবং তার রেডিও স্টেশন রেডিও টুডে থেকে Rj বরখাস্তও হইয়াছেন ।
এখন আপনারাই বলেন কার পৌষ মাস আর কার সর্বনাশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


