
**এক ছাত্র লিখেছিল, "টিপু সুলতান কোন অবস্থাতেই জাঙ্গিয়া পরিতেন না",
ইতিহাস তথ্য সংগ্রহের জন্য নানা সূত্র ব্যবহার করা হয়, কিন্তু অন্তর্বাস কোন কালেই ইতিহাসের উপাদান নয়।
আসলে কথাটা হবে, "টিপু সুলতান কোন অবস্থাতেই ভাঙিয়া পরিতেন না"
**এক ছেলে মেয়েকে জিজ্ঞেস করতেছে আচ্ছা এমন একটা কাজ যেইখানে প্রথমে ঘষাঘষি কইরা খাড়া করা হয় এর পর থুতু লাগাইয়া ফুটায় ভইরা দেয়া হয়!!
মেয়েঃ ছি ছি তুমি এইগুলা কি বলছ!!!!
ছেলেঃআরে আমি তো সুই এর মধ্যে সুতা পরানোর কথা কইছি তুমি কি মনে করছ??
**বাথরুম থেকে গোসল করে স্বামী এল স্ত্রীর কাছে। গিয়ে চড়ে বসলো স্ত্রীর গায়ে, লীলাকৃত্য করার মানসে।
“আহা!”, বিরক্ত হলো স্ত্রী। “আজ মাথাটা ভীষণ ধরেছে, আজ থাক।”
এই একই কথা বেশ কিছুদিন শুনতে শুনতে বিরক্ত স্বামী বললো, “না মানে বলছিলাম কি, আমি তো জানি এই সমস্যাটা তোমার প্রায়ই হয়। তাই, যখন বাথরুমে ছিলাম তখন আমি আমার ইয়েতে কিছু এসপিরিন গুঁড়ো করে ভালোমত মাখিয়ে নিয়েছি।”
স্ত্রী শুনে বোকার মত তাকালো। স্বামী বলতে লাগলো, “তাই এবার তুমিই ঠিক কর, এই দাওয়াই তুমি মুখ দিয়ে নেবে নাকি সাপোজিটরি হিসেবে গ্রহণ করবে।
**এক বন্ধু আরেক বন্ধুর সাথে গল্প করতেছে………
১মঃ জানিস , গতকাল আমি ফেসবুকে এক মেয়ে কে কিছু মজার কথা বলায় সে লিখেছিলো “lol”
২য়ঃ এর মানে সে রাজি, সে তোর জন্য প্রস্তুত, তুই তাকে লেখে দে “olo”
১মঃ মানে? এটা কেন লেখব?
২য়ঃ আরে বুঝিস না? “lol” মানে বুঝায় ২ পায়ের মাঝে একটা গর্ত, আর “olo” মানে বুঝায় ২ বলের মাঝে একটা ….

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


