somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদেখা কিছু জট্টিল কম্পুহিউমার / টেক্+রস এবং হালকা ক্যাপশনযুক্ত ছবিব্লগ (সেঞ্চুরী'র কাছাকাছি)

৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে নেই.. পেজটা পুরো লোড হতে কিছুটা সময় নিবে (বিশেষ করে যাদের নেট স্লো)।
মারাত্বক সব কম্পু এবং অন্যান্য ডিজিটাল(!) ব্যাপার-স্যাপার নিয়ে আমার এই ছবিব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রত্যেকটা ছবিতে-ই আপনি পাবেন কিছু মজার মজার হাস্যরসমৃদ্ধ উপাদান। হয়ত এখানে দেয়া বেশিরভাগ ছবি ইতিপূর্বে ব্লগে আসেনি। তাই আমার এই ক্ষুদ্র আলসেমি প্রায়াস।
তো উপভোগ করুন আজকের ছবি ব্লগ (সাথে আজাইড়া ক্যাপশন ফ্রি) :)
১। You've got male

ছবিই কথা বলে..... আমি আর কি কমু ;)

২। বিলাই খরগোশ পালতে খাচা না পাইলে আপনার পুরাতম সিআরটি মনিটর'কে এভাবে কাজে লাগাত :)

(ভালা মনিটররে আবার এই কামে লাগাইয়েন্না কইলাম)

৩। দেইখ্যা লন সিডিরমের ভিত্রে সিডি এত জোরে ঘুরে কেম্বায় !

(ছবিতে-ই দেখেন বাস্তবে আবার নিজের সিডিরম খুইল্লা রকেট খুজতে যাইয়েন্না)

৪। এরপরও কি আপনি হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করবেন না ???

(তয় ফালাইয়া দেওয়া হার্ডডিস্ক লইয়া কেউ এই কাজে বইসেন না)

৫। লইজ্জা না কইরা কইয়া ফালান তো এইডা কোন ব্লগারের পিসি টেকনিসিয়ান ? ;)

(জাস্ট ফান, কেউ মাইন্ড খাইয়েন না)

৬। এই ছবির টাইটেল হচ্ছে বর্ন টু বি ওয়াইল্ড

(পুরাই পাংখা স্টাইল)

৭। যাগো গাড়ি আছে.. বনেটটা খুইল্লা দেখেন তো এইরকম কিছু আছে কিনা !!!

(যদি না পান তো বুঝতে হৈব আপনার গাড়ি এ্যানালগ) ;)

৮। আহারে বেচারী.. কি ধরাডা-ই না খাইবো :(

(আপুমনিরা সাবধান, নইলে নিমো কে লইয়া থাক্তে হৈব) :)

৯। পাসওয়ার্ড চেক করার এই নমুনা :)

(বিস্তারিত বুইঝা লন)

১০। আহ্ সিআরটি মনিটর'কে খুব মিস করি।

(যাদের এখনও এই মনিটর আছে তারা এইভাবে সবুজ বিপ্লব ঘটাইতে পারেন) :)

১১। বেসিক এবং সি ++ এর কাজ করে যারা ক্লান্ত.. তাদের জন্য।

(ওর্য়ানিং বাণী কি দিতে হৈবে, দিয়েও তো লাভ হয় না, এই জিনিস ছাইড়া দেন)

১২। প্রস্তর যুগ থেকে এই কম্পিউটার যুগ....

(থাব্রাড় উপ্রে কুনু ওষুধ নাইক্কা) :)

১৩। বাস্তবের কম্পিউটার গেমসের স্বরূপ :)

(কত কিছু না করতে হয়)

১৪। মাউস কেন সিডিরমে ?? আসিতেছে... আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।

(অথবা সিডিরম ও মাউসের প্রেম কাহিনী)

১৫। বিশাল কম্পিউটারের হাট....

(লুকেশন কেউ জানতে চাইবেন না, মুই নিজেও জানি না)

১৬। ভাইরাস.. লাগবো.. পোষা ভাইরাস !!

(লিনাক্স ব্যবহারকারীরা এদিকে না তাকাইলেও হৈবে) ;)

১৭। নেট স্পীডের কারণে সব কাজে বিঘ্ন

(ব্লগার ডেজা-ভু কে ধন্যবাদ এই ছবির মর্মাথ উদ্ধার করার জন্য)

১৮। আপনার দ্বারা যেন পিসি এভাবে আক্রান্ত না হয় (খুউব খেয়াল কৈরা)

(১৮ নং ১৮ + সিম্বল)

১৯। মাউসপ্যাডও কিন্তু একটা অতীব গুরুত্বপূর্ণ ডিভাইস !!!

(বিশ্বাস না হলে উপ্রে তাকান ) :)

২০। বাস্তবিক ড্রাগ এন্ড ড্রপ :)

(এম্নে কইরা যদি দেশের বর্তমান রাজনৈতিক নেতাগো ফেলা যেত!! )

২১। একা না একা... ব্লুটুথের এ যুগে সে আর একা না।

(একাকীনীর প্রতি অগ্রসর হবার পূর্বে উপ্রের ছবির কথা ইয়াদ রাইখেন)

২২। বেচারা কি জানতো যে ঐ সাইটে সাউন্ড এনাবল করা আছে, তাহলে তো মূল সাউন্ড মিউট কইরা রাখতো :)

(দেখে মনে হচ্ছে ডেচটিনি'র আপিস) ;)

২৩। এই প্রিন্টার দিয়ে টেকা.. ডলার ..ইউরো সব ছাপানো যাইবো.. কি মজা।

(ধরা খাইলে পুষ্টদাতা'রে খুইজ্জা পাইবেন না) ;)

২৪। এরিক্সনের এইডা কি এরর দেখায়.........

( নাফিস ভাই কুতায়..... )

২৫। এসক্যাপ গুতাইতে গুতাইতে... জীবন গেল :(

(তবুও এক্সিট হয় না)

২৬। বাস্তবে হৈলে তো কামে লাগতো...

(এইটাও পুরা বুঝিনি)

২৭। চুপার পাস্ট কম্পুটার.....

(লাসেদ বাই এর)

২৮। চিন্তা কর্ছেন ইন্দুর হৈয়া মানুষের আগে মঙ্গল গ্রহের উপ্রে চইড়া বসছে !!

( আপনেরাও যেন আবার এই স্টাইলে চইড়া বসবার যাইয়েন না)

২৯। ভবিষ্যতে আমাদের এই সভ্যতা এইভাবে খুজে পাওয়া যাবে...

(সবার হার্ডডিস্কের সব আকাম-কুকাম ডিলিট কইরা ফালান দ্রুত, নইলে আপনার জন্য এই সময়ের সব মানুষের বদনাম হৈব) ;)

৩০। খেলছো বিধি এ কি খেলা......

(আসলেই তিনি কখন কাকে ধরনী থেকে লগ আউট করাবেন.. তিনিই জানেন)

৩১। ১০০ ইতিরাবাইট নেট দিয়ে কেমনে পুরা মহাবিশ্ব সামলাচ্ছেন !!

(আমাগো হারামি ফুনের নেট দিয়ে এই কথা যারা পড়বে তাগো কথা চিন্তা কইরা কান্না আসবার লাগছে ) :((

৩২। গ্রাফিক্স ডিজাইনের... পার্শ্বপ্রতিক্রিয়া :)

(এ আর বর্তমানে নতুন কি )

৩৩। এরকম নেট পাগল সামুতে কি কম আছে ???

(আমিও এই লিষ্টে... পারলে তো বাথরুমে যাওয়ার সময়ও..... থাক কইলাম না)

৩৪। হ্যাকার হৈলে এইরকম হ্যাকার হৈতে হৈব।

(খালি ২/১ খান ফেবু আইডি হ্যাক কইরা ভাব লইয়া লাভ নাই) ;)

৩৫। এই কি হচ্ছে জানেন ?..... হার্ডকপি

(বাস্তবে কেউ এটা করতে যাইয়েন্না)

৩৬। স্বর্গে যাইতে পাসওয়ার্ড লাগবো... যত বড়ই হ্যাকার হোন না কেন, এইখানে আইসা সব লাফানি শ্যাষ :(

(পাসওয়ার্ড প্রাপ্তি .. সারাজীবনের কর্মফলের উপর নির্ভর করছে)

৩৭। দেইখ্খা লন... কেমনে আমাগো পিসি এরা কত যত্নসহকারে !!! তৈরি করে

(শ্রমের মর্যাদা দিতে হৈবে ) ;)

৩৮। বেচারারে কইছে কি আর করলো কি !!!!

(সিডিগুলার সাড়ে বারোটা বাজাইয়া দিছে.. আর কিছু না)

৩৯। এত যোগ্যতাসম্পন্ন আইটি প্রোফেশনাল এর এই অবস্থা !!!

( না জানি আমাগো ডুলোল্যন্সার এর ছি: ল্যান্ষার এর কি অবস্থা হৈবে) :)

৪০। আহারে কারে থুইয়া কারে লাভ করে.... :(

(অবশ্য রাইত সাড়ে তিনটার দিকে বাংলাদেশ থেকে বিবাহিত ব্লগারদের অনলাইনে দেখে বোঝা যায় এ রোগের রুগী কম না) :)

৪১। লেডিস ভাইরাস...রে....

(এই ভাইরাসের খপ্পরে পড়ে নাই এমুন মানুষ খুইজ্জা পাওয় দুষ্কর)

৪২। ভালবাসা ভাইরাসের আসল রূপ দেখে নিন...

(প্রসঙ্গত উল্লেখ্য যে, এটা বর্তমান যুগের ভালবাসা ভাইরাস)

৪৩। এ্যাপল এর পরবর্তী প্রোডাক্ট - আই(ভাই)ব্রেটর
হি হি হি।...


(ধন্যবাদ ব্লগার মইন)

৪৪। খালি তো ঠকাস ঠকাস কইরা কিবোর্ডে চাপ দেন.. দেখেন ভিত্রে তাগো কত্ত কাম করতে হয় !

(তাও তারা আপনার ভালবাসা পাইলো না)

৪৫। হা..হা..হা....

(কত্ত সহজ)

৪৬। ইন্টেলরে এত্তবড় অপমান !!!

(তেব্র ফতিবাদ জানাচ্চি)

৪৭। মায়াবিনী হরিনীর সাথে চ্যাট কইরা যাইতেছেন... খোমা দেখলে তো খিচ্চা দৌড় দিবেন.....

(একই কথা আপুমনিদের ক্ষেত্রেও প্রযোজ্য)

৪৮। ডিজিটাল মোজা.... লাগবো নি.. ?

(এই মোজা পায়ে দিলে নেট স্পীড ৪২০% বৃদ্ধি পাইবো) ;)

৪৯। কঠ্ঠিন একখান ইউজার.....

(ভূমিকম্পের সময় আমাদের দেশেও এইরকম ইউজার দেখা যায়)

৫০। মরনের আগে জামাই বউয়ের নামে ১৫.৬ মেবা ফ্রি ওয়েব স্পেস দিয়া গেছে!!

(কৃতজ্ঞতা ব্লগার ডেজা-ভু )

৫১। নেট ইউজার কি অন্য জাতের কিছু ??

(ছবি দেখে তো তাই মনে হচ্ছে)

৫২। ছবির সাথে একমত :)

(না বুঝলে.. কমেন্টে বইলেন)

৫৩। আমারা যখন নাই হয়ে যাইবো... তখন কেউ বা কাহারা আমাদের এভাবে দেখবে।

(আহারে কত কিছু মিস করবো মরণে )

৫৪। নান বইলা কি তার স্বাদ..আহ্লাদ... নাই !!!

(এই ছবি দেইখা কেউ আবার ফেবুতে সার্চ দিয়েন না "নান" লেইখা) ;)

৫৫। মাদারর্স ডে... পালন করার অধিকার সবারই :)

(সবাই ঐ নিজ নিজ ডেক্সটপের মাদারবোর্ড একটু পরিষ্কার রাইখেন। এম্নিতেই তো মাকড়সার জালে ভইরা যায়)

৫৬। মাউসের বয়ফ্রেন্ড !!

(আপুরা কেউ নজর দিয়েন না)

৫৭। চলন্ত অবস্থায় মাউস টান দিছেন ক্যন.. জানেন না এইডা নাভানার তৈরি ...

(পোর্টে লাগাইলেই লুল হৈয়া যায়.. প্রিন্স ভাইয়ের জিনিস তো) :)

৫৮। পাইরেটেড এমপিথ্রি তৈরি করা মানে কমিউনিজম ডাউনলোড করছেন :)

(পুলিশ কি হেল্প করছে ?? )

৫৯। পারস্পারিক সমঝোতা :)

(যদিও অবাস্তব)

৬০। এইডা হৈল আমাগো সামুর সার্ভার ! ইহার ভিত্রেই আমাগো এক লক্ষ ব্লগারের বকবকানি সংরক্ষিত রহিয়াছে।

(আহারে কতগুলো হাব ঝুইলা রইছে.. এই কারণেই বুঝি কদিন পর পর সার্ভার ডাউন হয়) :)

৬১। রিয়েল নেটস্কেপ :)

(কোথাও পাইলে আমারে আওয়াজ দিয়েন)

৬২। এইরকম নেট ক্যবল কি কেউ ইতিপূর্বে দেখছেন ??

(যদি কখনো এইরকম জিনিস আপনাদের হস্তগত হয় তো সোজা ল্যানপোর্টে লাগাইয়া অপরদিক বিদ্যুতের সকেটে লাগাইয়া দিয়েন... দেখবেন পিসি দৌড়াবে) ;)

৬৩। পুরাতন আমলের নয়া কম্পিউটারের মডেল !!

(উইথ অরিজিন্যাল মাউস)

৬৪। হাই টেক ক্যারিয়ার...

(লাগবে কারো... লাগলে নিজ দ্বায়িতে খুইজ্জা লন)

৬৫। এমন দিন আসবে হয়ত....

(চিন্তা করতার্ছি আমার পরিচয় কেম্নে বানামু) :)

৬৬। এরকম সময় এখন চলতেছে...

(কতদিন অনেক বন্ধুর সাথে অফলাইনে কথা বলিনা) :(

৬৭। Any কী তো অনেক দেখছেন.. এবার দেখেন..

(কি দেখছেন তো, এই বাটনটা চাপলে অটোমেটিক সিপিউ থেকে বিল্টইন কমোড বের হয়ে আসবে )

৬৮। এইটারে বলা যায় ফ্লপি + ফিতা= ফ্লফিতা :)

(বর্তমান যুগে এ দুটোই অনেকে চিনে না)

৬৯। Yes বাটনে চাপ লাগলে-ই কেল্লা ফতে :)

(পরিষ্কার করার সময় ধুমপান করিবেন না)

৭০। PHP প্রোগ্রামারদের অনুপ্রেরণা :)

(এইটার কারণে-ই ১৮+ লেখা দর্কার কিনা বুঝতেছিনা)

৭১। সিস্টেম খারাপ না.. আমাদের দেশেও এইটা চালু করার আশু প্রয়োজন।

(আমি শিউর অনেক ব্লগার যদি কখনো কোন কারণে কারাবাসে যান.. তো এটাই চাইবেন) :)

৭২। দেইখা লন আসল প্রোগ্রামার :)

(আপনাদের কারো কী বোর্ড যদি এইরকম না থাকে তো আপনারা এখনও রিয়েল প্রোগ্রামার হৈতে পারেন নাই) ;)

৭৩। কত্ত বড় সাহস ! একে তো চোরাই জিনিস ইউজ করিস আবার আমার একটা অঙ্গ কাইট্টা ফালাইতে চাস ??

(হে হে.. আমি এখন লিনাক্স ব্যবহার করি) :)

৭৪। রুট করার সময় এম্নে মনোযোগের সহিত বসে কাজ করবেন।

(এইটা মনে হয় অনেকেই দেখছে আগে)

৭৫। বালি দিয়ে কত্তকিছু বানানো হৈল.. কম্পু বাদ পড়বে কেলা ??

(একটু পরে জোয়ারে সব শ্যাষ হৈয়া যাইবো ভাবতেই খ্রাপ লাগতাছে) :(

৭৬। মাউস খাইয়া এক্কেরে শুইয়া গেছে.........

(এইডা জানি তো ব্লগারের বিলাই... থাক কমুনা.. কইলেই ব্যান মাইরা দিবো) :)

৭৭। এইরকম স্লো পিসিওয়ালা কোন ব্লগার কি এই ব্লগে আছেন ??

(থাকলে দেখতে যাওয়ার খায়েশ আছে.... )

৭৮। বলেন তো কি জিনিস দিয়ে এই সোফা'টা তৈরি হয়েছে ?

(উত্তর কইয়া দিই : মাউসপ্যাড)

৭৯। স্বপ্নে দেখতে দোষ কি ?? ;)

(তয় সিস্টেম এরর হলে কার না মেজাজ খ্রাপ হয়) (লুল)

৮০। তালেবানি সোস্যাল নেটওয়ার্ক :)

(কেউ কি আইডি খুলবেন ঐ সাইটে ? )

৮১। হাতের আঙ্গুলে এসব কী ???

(প্রশ্নেই উত্তর দেয়া আছে কইলাম)

৮২। কিন্নরী'র মা কে বলছি.. মেয়ে ঠিকমত পড়তে না চাইলে নিচের পদ্ধত্তি অনুসরণ করুন। ১০০% কাজ হবে :)

(কিন্নরী'র মা কে চিনেন তো... আমাদের জানা'পু)

৮৩। আসলেই একটু অন্যভাবে চিন্তা করুন :)

(এর ফলে আপনার বাড়ির ভাঙ্গাকুলাটাও হবে ডিজিটাল) :)

৮৪। এখন আরো আপডেট হবে ....

(ট্যাবলেট নিয়ে অনেকে টয়লেটে যায়, খাওয়ার বড়ি না কইলাম)

৮৫। দেখছো কি কারবার... মাউসটারে ইন্দুর মনে কইরা বিলাইটা খাইয়ালাইছে ;)

(টম এন্ড জেরী স্টাইল)

৮৬। এত স্প্যাম এর ভিত্রে কোন আসল মেইল বুঝবো কেম্নে ???

(এই জন্য কইছিলাম .com.bd থেকে ডোমেইন নিস না) ;)

৮৭। জীবন ম্যাকময়............

(সিটি কর্পোরেশন এর ডাস্টবিনগুলোর ম্যাক ভার্সন দরকার আছিলো) :)

৮৮। বেচারারে কেউ হেল্প করেন ....

(আর না পারলে এইটা দেখে শিক্ষা নেন)

৮৯। অরিজিনাল উইন্ডো.... এক্কেরে জেনুইন :)

(আজই আপনার উইন্ডোকে সিপিইউ এর সাথে জুড়ে দিন) ;)

৯০। ফেবুতে সেইসব লুলদের স্প্যাম লিংকে ক্লিক করার পর যে অবস্থা হয়...

(এতে অবশ্য একটা সুবিধা হয়.. কে কতটুকু লুল তা সবাই হাতেনাতে ধইরা ফেলে)

৯১। আমি আইলসা মানুষ.. এই পোষ্ট লিখতে লিখতে.. মাথার ভিত্রে এইরকম হৈয়া গেছে...

(ব্যাফক ঘুম আইবার লাগছে, কিন্তু বিছানায় যাইতে মঞ্চায় না...কি করা যায়...



সোর্স : গুগল মামুর কান্ধে চাইপ্পা বেশ কয়েকটি সাইট
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২৪
৪২টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজত্ব আল্লাহ দিলে রাষ্ট্রে দ্বীন কায়েম আমাদেরকে করতে হবে কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৮ ই মে, ২০২৪ ভোর ৬:০৬



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

মুক্তির কোরাস দল

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ০৮ ই মে, ২০২৪ সকাল ১০:২৫



ঘুমিয়ে যেও না !
দরজা বন্ধ করো না -
বিশ্বাস রাখো বিপ্লবীরা ফিরে আসবেই
বন্যা ঝড় তুফান , বজ্র কণ্ঠে কোরাস করে
একদিন তারা ঠিক ফিরবে তোমার শহরে।
-
হয়তো... ...বাকিটুকু পড়ুন

বাইডেন ইহুদী চক্তান্ত থেকে বের হয়েছে, মনে হয়!

লিখেছেন সোনাগাজী, ০৮ ই মে, ২০২৪ সকাল ১০:৪৮



নেতানিয়াহু ও তার ওয়ার-ক্যাবিনেট বাইডেনকে ইরান আক্রমণের দিকে নিয়ে যাচ্ছিলো; বাইডেন সেই চক্রান্ত থেকে বের হয়েছে; ইহুদীরা ষড়যন্ত্রকারী, কিন্তু আমেরিকানরা বুদ্ধিমান। নেতানিয়াহু রাফাতে বোমা ফেলাতে, আজকে সকাল থেকে... ...বাকিটুকু পড়ুন

আজ ২৫শে বৈশাখ। ১৬৩তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আমার গাওয়া কয়েকটি রবীন্দ্রসঙ্গীত শেয়ার করলাম। খুব সাধারণ মানের গায়কী

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:০৫

আপনারা জানেন, আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না, গলাও ভালো না, কিন্তু গান আমি খুব ভালোবাসি। গান বা সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম। এই সুরের মধ্যে ডুবতে ডুবতে একসময় নিজেই সুর... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব কবি

লিখেছেন সাইদুর রহমান, ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:২৭

বৈশাখেরি পঁচিশ তারিখ
কবি তোমার জনম
দিন,
বহু বছর পার হয়েছে
আজও হৃদে, হও নি
লীন।

কবিতা আর গল্প ছড়া
পড়ি সবাই, জুড়ায়
প্রাণ,
খ্যাতি পেলে বিশ্ব জুড়ে
পেলে নভেল, পেলে
মান।

সবার ঘরেই গীতাঞ্জলী
পড়ে সবাই তৃপ্তি
পাই,
আজকে তুমি নেই জগতে
তোমার লেখায় খুঁজি
তাই।

যখন... ...বাকিটুকু পড়ুন

×