পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়।
.........................
আসলেই পুরনো দিনগুলি ভোলা যায় যায়, তেমনিভাবে আমিও ভুলতে পারিনি আমাদের এই প্রিয় ব্লগের ত্রিরত্নের জন্মদিন। একটা সময় ছিল যখন এই ব্লগকে একঝাক ব্লাগার অতি আপন করে নিয়েছিল। সারাক্ষণ নানা রকম পোষ্ট দিয়ে তারা মাতিয়ে রাখত পুরো ব্লগবাসীদের। আজ সময়ের ফেরে ও নানাবিধ যৌক্তিক কারণে আমারদের সামু হারিয়েছে সেই সব রত্নসম ব্লগারদের।
যাই হোক বছর ঘুরো আবারো এলো সামুর ত্রিরত্ন ব্লগারদের জন্মদিন।
আসুন ব্লগে যারা নতুন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি সেই ত্রিরত্ন ব্লগারদের সাথে।
১) অপ্সরাপু / (শায়মা)
২) নাফিস ইফতেখার
এবং
৩) শামীম ভাইয়া
তাদের উপহার দেয়া পোষ্টগুলোর মধ্যে প্রিয় ৫টি পোষ্ট দেখতে পারেন এখান থেকে।
১) অপ্সরাপু / শায়মা
আমাদের পরী আপু, আমি অবশ্য এ্যাঞ্জেলিকা আপু বলে ডাকি

২) নাফিস ইফতেখার
সামুতে একজন ব্লগারকেই বস ব্লগার বলা হয়ে থাকে। যারা পুরনো তারা তো এক নামেই বসকে চিনেন, তবে যারা নতুন তারা বসকে চিনতে হলে তার ব্লগ ঘরে আসতে হবে। মূলত টেকি ব্লগার হিসাবে পরিচিতি পেলেও তিনি সমসাময়িক ফান, প্রেম-ভালবাসা বিষয়ক রসায়নসহ নানা বিষয়ে তথ্যবহুল পোষ্ট উপহার দিয়েছেন। আগে কর্মজীবনের ব্যস্ততা থাকলেও তিনি মাঝে মাঝে ব্লগে আসতেন কিন্তু সদ্য বিয়ে করার পর মনে হয় তার এই ব্লগবাড়িকে তিনি ভুলে গেছেন! তবে বস কে তো আমরা ভুলতে পারি না। তার দেয়া পোষ্টসমূহ পড়ে এখনও অনেকেই উপকৃত হচ্ছেন। আমরা তার জন্মদিনের সাথে সাথে তার সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানাই।
৩) একরামুল হক শামীম
এক সময়ের নিয়মিত ব্লগার আমাদের শামীম ভাইয়া। তার লেখা বিভিন্ন ফিচার প্রায়ই পত্রিকার পাতায় দেখতে পাবেন। যদিও ব্লগে তার উপস্থিতি এখন আর আগের মত চোখে পড়ে না। এখন সহকারী জজ হিসাবে কর্মব্যস্ত দিন পার করছেন। আশা রাখি ভাইয়া আবার নিয়মিত না হোক মাঝে মাঝে ব্লগে একটু ঢু মারবেন

...............................................
জানি হয়ত অনেক সময় ইচ্ছে থাকা সত্তেও ফিরে আসা যায় না। তবুও ইচ্ছে হয় আবার সবাইকে যদি একসাথে ব্লগে পেতাম।
পরিশেষে সবাই অনেক ভাল থাকুক সেই কামনা করি।
ভাল থাকুক স্মৃতিগুচ্ছ।