আজ যখন ঢাকাগামী ট্রেনের সিটে বসে মোবাইল থেকে এই পোষ্ট লিখছি, তখনও প্রিয় সামু ব্লগ দেশের বেশিরভাগ ISP তে ব্লক! ব্লগের সেই চিরচেনা দিনগুলি আস্তে আস্তে যেন স্মৃতিগত হয়ে যাচ্ছে।
এরই মাঝে বছর ঘুরে চলে এল ব্লগের ত্রিরত্নের জন্মদিন! হ্যা, এই ব্লগ একসময় যাদের লেখনীতে মুগ্ধ থাকত তাদের মধ্যে ত্রিরত্ন ছিল অন্যতম।
হ্যা, আমি শায়মা/অপ্সরা আপু, একরামুল হক শামীম ভাইয়া এবং নাফিস ইফতেখারের কথা বলছি। আজ তাদের পৃথিবীতে আগমনী দিবস

তাদের সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তারা যেখানেই থাকুক, ভাল থাকুক, সুস্থ থাকুক..... এই প্রত্যাশায়।
এবার সীমাবদ্ধতার কারণে পোষ্ট ছোট করতে হল

শুভ জন্মদিন প্রিয় ত্রিরত্ন।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৫