আজ ১৭ই আগষ্ট। আমার কাছে এটা বিশেষ দিন। একসময়ে যাদের নিয়মিত পদচারণায় এই ব্লগে উৎসবের আমেজ থাকত সেই ত্রিরত্নেদের আজ জন্মদিন। এই দিনে শত ব্যস্ততার মধ্যে হলেও সময় বের করে পুরনো এই ঘরে ফিসে আসি প্রিয় ব্লগারদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
অনেকে বলতে পারেন উনাদের মধ্যে অনেকইতো আর ব্লগিং করেন না, তাহলে এই শুভেচ্ছা জানিয়ে কি লাভ? হ্যা, ঐ সময়ের বেশিরভাগ ব্লগাররা এখন আর সামুতে নেই। যার যার নিজস্ব কারণে আসতে পারে না। সেটা নিয়ে আমাদের বলারও কিছু নেই। আমিও প্রায় সেই কাতারে। বছরে শুধু প্রিয় ব্লগারদের জন্মদিনের এই পোষ্টটি দিতেই আসি! কেন আসি? প্রথমত, আমার এটা ভাল লাগে। অনেক ভাল লাগার স্থান এই ব্লগটি। একসময় দিন-রাত পড়ে থাকতাম এই ব্লগে। কিভাবে সময় পার হয়ে যেত টেরই পেতাম না। সেই দিনগুলোর স্মৃতি রোমন্থন করার সুযোগ নেই এই জন্মদিনের শুভেচ্ছার পোষ্টটিতে। দ্বিতীয়ত, অনেক নতুন ব্লগার এই পোষ্টের মাধ্যমে তাদের সম্পর্কে জানতে পারে-- এই আর কি।
যাই হোক করোনাকালে বছর ঘুরে আবারো এলো সামুর ত্রিরত্ন ব্লগারদের জন্মদিন। যারা ব্লগে নতুন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি সেই ত্রিরত্ন ব্লগারদের সাথে।
১) অপ্সরাপু / (শায়মা)
২) নাফিস ইফতেখার
এবং
৩) শামীম ভাইয়া
১) অপ্সরাপু / শায়মা
ত্রিরত্নের মধ্যে এখন পর্যন্ত নিয়মিত ব্লগার। প্রিয় আপুর চমৎকার পোষ্টগুলো পড়া সত্যিই উপভোগ্য। আগে অপ্সরা নিক থেকে নিয়মিত পোষ্ট করলেও এরপর থেকে শায়মা নিকে ব্লগিং করে চলছেন। প্রিয় এ্যাঞ্জেলিকা আপুর জন্য রইল জন্মদিনের অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা।
২) নাফিস ইফতেখার
ব্লগের একসময়ের টেকি বস ব্লগার ছিল নাফিস ইফতেখার। যারা পুরনো তারা তো জানেন-ই, যারা নতুন তারা বসকে চিনতে হলে তার ব্লগ ঘরে আসতে হবে। টেকি ব্লগার হিসাবে পরিচিতি পেলেও তিনি সমসাময়িক ফান, প্রেম-ভালবাসা বিষয়ক রসায়নসহ নানা বিষয়ে তথ্যবহুল পোষ্ট উপহার দিয়েছেন। বসের জন্মদিনে শুভকামনা জানাই।
৩) একরামুল হক শামীম
সামুতে একটা সময়ে শামীম ভাইয়া নিয়মিত বিভিন্ন বিষয়ে ব্লগে লিখতেন। দেশের প্রথম সারির পত্রিকায় ভাইয়ার লেখা দেখতে পাবেন। ২০১৩ সালের পর ভাইয়া ব্লগে আর কোন পোষ্ট দেননি। এখন জজ হয়ে আইন আদালত নিয়ে কর্মব্যস্ত দিন পার করছেন। সমাজ সচেতনতা, রাজাকারদের বিরুদ্ধে ভাইয়ার বিভিন্ন লেখা সর্বদাই প্রসংশিত হয়েছে।
শুভ জন্মদিন ভাই
আপনাদের সবার আগত সময় ভাল কাটুক, বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই সুস্থ থাকুন--এটাই প্রার্থনা।
শুভ জন্মদিন প্রিয় ত্রিরত্ন
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০১