সড়ক। স্বাভাবিকভাবেই বিটুমিনাস, ইট, পাথর, সিমেন্ট, রড আর পানির সংমিশ্রণে তৈরি।
সেই একই উপাদান দিয়ে তৈরি মনুষ্য গড়া বসত বাড়ি। একটি অবহেলা অযত্ন আর অনুপাতের হিসেবে গরমিলে বানানো।
অপরটি যত্ন হিসেবের সঠিক মানদন্ডে তৈরি। যে বসতিতে হয়তো গোটা দশেক বা চল্লিশ পরিবারের বসবাস। আর মফস্বলের রাস্তা এলাকাবাসীর সবার। ছয় মাস কি এক বছর পর পথের ইট ও পাথর থেকে সিমেন্ট আলাদা হতে শুরু করে তারপর শুধু পড়ে থাকে রড। এত বেশি মানুষের যাতায়াত তাই বুঝি ভার সইতে পারে না। এই পথে কেউ রিক্সায় চড়ে যায়। মোটর সাইকেলে চড়ে যায়। কেউ বাস, প্রাইভেটকার বা মাইক্রোবাসে। যারা রোগী তারা আরো রোগী হয়, রিক্সার ক্ষতি হয়, গাড়ির যন্ত্রাংশের ক্ষয় হয়। ঠিকাদার আর প্রকৌশলীদের কিছু হয় না। তারা এই পথে যাতায়াতই করেন না। রোগীদের রোগী হওয়া আর ক্ষতির হিসেব করলে দেখা যায়, যে বাজেটে এই রাস্তা করা হয়েছিল তার চেয়ে ক্ষতি আরো ১০ গুন।
আর যানজটের ভোগান্তিতে সময় হিসেবের ক্ষতি তা বাদের খাতায় রাখলাম।
বোধ কোথাও জাগ্রত কোথাও ঘুমন্ত।


ছবি:বিডি নিউজ 24
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৩ ভোর ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



