***বেশ কিছুদিন যাবত নতুন কিছু লিখছি না। কিছুটা ব্যস্ততা আর বাকিটা আলসেমিও, লেখার নতুন আইডিয়া এলেও মন বলছে আজ না হয় থাক, কালই লিখব। উপরন্তু মাহে রমজান এসে গেল। রহমাত, মাগফেরাত ও নাযাতের মাস মাহে রমজান। সাথে সাথে শুরু হয়ে গেল বিতর্ক। কিছু জ্ঞানপাপীদের কমন ডায়লগ এই যে, একবিংশ শতাব্দীর ডিজিটাল যুগেও কেন আমরা মুসলিম উম্মাহ রোজা রাখা ও ঈদ পালনে ঐক্যমতে পৌছতে পারলাম না।
*** অর্থাৎ সমগ্র বিশ্বে একই দিনে রোজা শুরু ও ঈদ কেন হচ্ছে না? সারা পৃথিবীতে সময়ের ভিন্নতার জন্য আমরা ভিন্ন ভিন্ন সময়ে আমাদের দৈনন্দিন কাজগুলো করে থাকি। বাংলাদেশের কেউ কি সৌদি আরবের সাথে একই সময়ে ফজরের নামায আদায় করতে চান? কিংবা পাশ্চাত্য দেশ যুক্তরাজ্য অথবা দূর প্রাচ্য অস্ট্রেলিয়ার সাথে? এটা সম্ভব নয়, কারন ইসলামের রুকনগুলো আবহাওয়ার (সূর্য ও চাঁদ) সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা।
*** ইসলাম ধর্মে চন্দ্রমাস হিসাব করে দিন গণনা করা হয় ও সুর্য কে ধরে সময় গণনা করা হয়। তাই রমজান মাস সূর্য্যের অবস্থানের ভিন্নতার কারনে বছরের হিসাবে পরিবর্তীত হয়ে কখনো শীতকালে কখনো গরম কিংবা বর্ষাকালে হয়। যেহেতু আরবি মাস চাঁদ দেখে গণনা করা হয় তাই রমজান মাস যেখানে যখন চাঁদ দেখা যায় তখন থেকেই শুরু করতে হয়। তেমনি নামাজ সুর্যকে অনুসরণ করে পালন করতে হয়। যখন যেখানে সুর্য যে অবস্থানে থাকবে সেই অবস্থানকে অনুসরণ করে নামাজ আদায় করতে হয়! যেখানে ভৌগোলিক অবস্থানের ভিন্নতার কারনে আমাদের দৈহিক আকার আকৃতি থেকে শুরু করে সামাজিকতা এবং চিন্তা-দর্শনেও ভিন্নতা রয়েছে। সেখানে সুতরাং শুধুমাত্র রোজা শুরু আর ঈদের ঐক্যমতের দাবী করা নিতান্তই মূর্খতা ও ঘাউরামী ছাড়া আর কিছু নয়।
---#একান্তই নিজস্ব মতামত।