
আমারা সম্পর্কে বাঁচি সম্পর্কে জড়িয়ে জীবন কে সুখ বা দুঃখে বিলীন করি । সম্পর্ক আছে বলে জীবনে এত গল্প সৃষ্টি হয় । কিন্তু
কিছু সম্পর্কে আপনি থাকতে চাইলেও থাকতে পারবেন না !!
যদি না যার সাথে থাকতে চাচ্ছেন সে রাখতে চায়। আপনি হয়তো আপনার আস্ত এক জীবন এক জনের সাথে সুখে দুঃখে কাটাতে চান, কিন্তু সেই মানুষটার দ্বারা হয়তো তা সম্ভব না।
সব দরজা সবার জন্য খুলে না। কিছু দরজার সামনে আজীবন ঠায় দাঁড়িয়ে থাকলেও সে দরজা আপনার জন্য উন্মুক্ত হবে না। তার মানে আপনি সে বাড়ির অনাকাঙ্ক্ষিত অতিথি। যদি ভুল করে অন্দর মহলের কেউ দরজা খুলেও ফেলে, অনাকাঙ্ক্ষিত আপনাকে দেখেই আপনার মুখের উপর দরজা বন্ধ করে দেবে।
আপনি বড় জোর এটুকুই পারবেন, সে কাঙ্ক্ষিত দরজার সামনে কোন কোন বিষন্ন দুপুরে দাঁড়িয়ে বা বসে একটু জিরিয়ে নিতে। এটুকুতেই আপনার সন্তুষ্ট থাকতে হবে। সে দরজার ভেতরে বসে শান্তির বিশ্রাম আপনার জন্য নয়।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




