★★★ সময় কিভাবে বদলে দেয় আমাদের! ছোটবেলার সেই জমকালো ঈদ বড়বেলায় এসে কেমন পানসে হয়ে যায়। দায়িত্ব ও কর্তব্যের ঘেরাটোপ আর বয়সের ব্যবধান ছোটবেলার কোন কিছুকেই আর আগের মতো রাখে না, কি আজব ব্যাপার!
★★★ ছোটবেলায় ঈদের দিনে বন্ধুরা একসাথে নামায শেষে পাড়ার সব বাড়ি বাড়ি গিয়ে ফিরনি সেমাই খেতাম। ছোটবেলায় দাওয়াতের কোন বাছ বিচার ছিলো না। বাল্যবন্ধু আরিফ আর ইব্রাহিমদের বাড়িতে শবে বরাত আর ঈদের দিনে প্রায়শই বেড়ানো হতো। একসাথে জম্পেস আড্ডা ও ঘোরাঘুরি হতো। সেই দিনগুলো অনেক মিস করি।
★★★ মামাবাড়ি নিয়ে আমার বরাবরই একটা ক্ষোভ ছিলো, ধ্যাৎ মামাবাড়ি টা এত্ত কাছে ক্যান? আমার খালাতো ভাইরা মামাবাড়ি এসে দিনের পর দিন বেড়ালেও আমরা কোনমতে একরাত পার করলেই বাঁচতাম। বাড়ির এত কাছে বেড়ানো যায়? নিজের বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দুরে ক্যান যে আব্বা বিয়ে করতে গেলো?
★★★ আমাদের বাড়িতে ঈদের সালামী প্রচলনের অগ্রদূত আমাদের আকবর মিয়াভাই (আকবর দ্যা গ্রেট)। আমার ছেলেবেলার সব ঈদেই মিয়া ভাইয়ের কাছ থেকে সালামী হিসেবে কচকচে নতুন টাকার নোট পেতাম। বাড়ির কাছে মামাবাড়ি থাকার সুবাদে মামাদের কাছ থেকেও যথেষ্ট সালামী পেতাম। এছাড়াও আপা ও দুলাভাইদের কাছ থেকেও ঈদের সালামী পেতাম।
হায়রে শৈশবের ঈদ!!