![]()
বিবাহের আগে দিনকাল ভালই কাটতেছিল
![]()
হিরো সাইজ্জা টাংকি মাইরা বেড়াইতাম।
![]()
এইরকম দুইচারটা গার্লফ্রেন্ড কোন ব্যপারই ছিল না!
![]()
মাঝে মাঝেই তাগোরে নিয়া হাওয়া হইয়া যাইতাম।
![]()
কতশত পিরিতের গল্প শুনাইতাম!!
![]()
আমার সব কথাতেই তারা মজা পাইত!
![]()
ইয়ে মানে ইকটু আকটুতো হইতই!
![]()
তারাও আমারে পাইয়া খুশিতে নাচানাচি শুরু করত!!
![]()
কিন্তু হঠাৎ মা'য় আমার বিয়া ঠিক কইরা ফেল্ল! আমি কান্নায় ভাইংগা পরলাম!!
![]()
জোর কইরা আমারে বিয়া করায় দিল!!
![]()
কক্সবাজারে গেলাম হানিমুন করতে!
![]()
তারলগে প্রেমের হাওয়ায় উড়তে শুরু করলাম!
![]()
কখনও টাইটানিক ছবির নায়ক মনে হইত নিজেরে!
![]()
সব মিলাইয়া দিনকাল ভালই যাইতেছিল!!
![]()
কিন্তু কয়দিন বাদেই শুরু হইয়া গেল! হাতের কাছে যা পাইত তাই ছুইড়া মারত!
![]()
আমারে মাটিতে খাইতে দিত!! টেবিলটা পর্যন্ত ব্যবহার করতাম পারতাম না!
![]()
এমন কি আমারে দিয়া বাথরুমটাও পরিষ্কার করাইত!!
![]()
কিছু কইলেই কুত্তা দিয়া দৌড়ানি দেয়ার হুমকি দিত!!
![]()
শেষমেষ আমারে খেতা বালিশ ধরায় দিয়া বাইর কইরা দিল!!
![]()
এখন আমি সব হারাইয়া মনের দুঃখে খোলা আকাশের নিচে শুইয়া ডাইল খাই আর কান্দি!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


