
আজি এই শুভক্ষণে,চাহিয়া দু'নয়নে,
বাধিয়াছিলেম রাখি বন্ধনে।
স্বাধ ছিল,ছিলনা সাধ্য কেবল
ধরিয়া রাখিতে তার হস্তখানি,
মিনতি ছিল কেবল
ধরিয়া রাখে যেন এই রাখি বন্ধনি।
তারপর দিন গেল,মাস গেল,
ঘুড়িয়া ফিরিয়া বছরও গেল।
পেড়িয়ে গেল নয়টি বছর,
কেবল অযন্ত অবহেলায় রহিল সেই বন্ধ।
আজি এই অবেলায়,
পড়িছে মনে তোমায়।
সহশ্র শুভেচ্ছা বার্তা কিমবা ফুলের সমারোহে,
ভুলিয়াছ কি মোরে?
আজি এই সন্ধ্যায়,ঝিড়িঝিড়ি বাতায়নে,
আসিবে কি কল্পে কিংবা স্বপনে?
বলবে কি কোমল কন্ঠে,দেখিয়ে হস্তখানি,
আজও ধরিয়া আছে আমায়,তোমারই দেয়া বন্ধনি।
স্বপ্ন! সেত কেবলই স্বপ্ন,ধরা দেয়না কভু কাছে এসে,
আমি যে কেবলই জড়িয়ে রই মায়া জালে,পথ চেয়ে রই মিছে ভালবেসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


