
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বিষধর সাপ শঙ্খচূড় বা রাজ গোখরা। এর ইংরেজি নাম King Cobra এবং বৈজ্ঞানিক নাম Ophiophagus hannah যা Elapidae পরিবারভুক্ত একটি সাপ। এই সাপটি দীর্ঘতা ও ক্ষিপ্রতায় সবার চেয়ে আলাদা এবং সেরা।
গ্রিক শব্দ, 'Ophio' অর্থাৎ 'সাপ' এবং 'Phagus' অর্থাৎ 'খাদক'। যার মানে সাপখাদক বা সাপখেকো। এরা সাপ খায়। দাঁড়াশ, চন্দ্রবোড়া, শাঁখামুটি, কালাচ, কোবরা থেকে শুরু করে পাইথন পর্যন্ত সবই এদের খাদ্যতালিকায় স্থান পায়। এরা নিজেদের প্রজাতিকেও মেরে খায়, এমনকি নিজের সহজাত প্রবৃত্তি অনুসারে নিজেদের বাচ্চাকেও খেয়ে ফেলতে পারে।

শঙ্খচূড় প্রায় ১২ ফুট থেকে সর্বোচ্চ ১৮ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই সাপের আঁশ মসৃন। মাথা ঘাড়ের চেয়ে চওড়া। এদের ফনা আছে, ফনা লম্বা ও সরু। গায়ের রং কালো, ধূসর, বাদামি বা গাঢ় জলপাই রঙের ওপর সাদা বা হলদেটে দাগ শরীর থেকে লেজ পর্যন্ত বিস্তৃত।
শঙ্খচূড় সাপের বিষের প্রকৃতি নিউরোটক্সিন অর্থাৎ নার্ভ ধ্বংসকারী। এদের বিষ থলিতে প্রায় ৭ মিলি লিটার বিষ ধারণ করতে পারে। এরা এক কামড়ে যতোটা বিষ নির্গত করে তাদিয়ে ২০ জন মানুষ মারা যেতে পারে।এরা খুব দ্রুতগামী এবং সজাগ। তবে, চট করে মানুষকে কামড়াতে দেখা যায় না। আসলে, মানুষের সংস্পর্শে খুব একটা আসে না এরা। এরা খুবই শান্ত স্বভাবের যখন নিজেকে বিপন্নভাবে কখনই ছোবলমারে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


