
সরকার বর্তমান প্রেক্ষাপটে বিভিন্নক্ষেত্রে ব্যয় সংকোচনের নীতি গ্রহন করেছেন। তারই ধারাবহিকতায় প্রসাধনী পণ্য আমদানীতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারী কর্মকর্তাদের বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা। অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন। জ্বালানী সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবহারে অধিকতর মিতব্যয়ী হতে পরামর্শ দিচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ঘোষিত লোডশেডিং ইত্যাদী ইত্যাদী।
আমাদের হর্তাকর্তা, যারা আমাদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন; আমাদেরকে অঙ্গুলী নির্দেশনা দিচ্ছেন দেশপ্রেমে বলিয়ান হয়ে তারা কি আদৌ ব্যয় সংকোচন করছেন? বিদেশ ভ্রমন আপাতত বাদ দিয়েছেন অথবা জ্বালানী ও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হয়েছেন? নাকি খেটে খাওয়া মানুষদের মিতব্যয়ী হওয়ার উপদেশ দিয়ে নিজেরা অমিতব্যয়ী থেকে যাচ্ছেন?
বি: দ্র: নির্দেশ দাতাদের গাড়ী ব্যবহার, বাসার বিদ্যুৎ ব্যবহার, বিদেশভ্রমন কোনটিই কমেনি; মিতব্যয়ীতার সময় আমজনতা সবার দেশ কিন্তু ভোগের বেলায় শুধু তাদের দেশ (!) ছবিটি যেন সে কথাই মনে করে দেয়।
ছবিটি জনৈক মেহেদি'র আঁকা এবং ইহা ফেবু থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




