
সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যপক আলোচনা সমালোচনা হচ্ছে এই মুহূর্তে দেশে এবং বিদেশের মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যা অনেকাংশে সত্য আবার অধিকাংশে মিথ্যা গুজব এবং বানোয়াট। সরকারের উচিত হবে এসবগুজবের যথাযথ জবাব দেওয়া এবং ভারতের সংগে কথা বলা।
ভারত আমাদের বৃহৎ প্রতিবেশি কিন্তু ভারতের প্রতিবেশি সুলভ আচরণ মোটেও করেনা তারা বড়ভাই সুলভ আচরণ করে, দেশের এই সময়ে তারা দেশের ১৬/১৭ কোটি জনগনের চেয়ে হাসিনা কে প্রাধান্য দিচ্ছে এবং তাদের মিডিয়া ব্যপকভাবে অপপ্রচার চালাচ্ছে, অপপ্রচার চালাতে গিয়ে ইলেক্ট্রনিক্স মিডিয়া উপস্থাপকরা লাফাচ্ছে চিল্লাচ্ছে এটা কোন কথা হলো!
সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই সবার প্রতি সেটা হলো দেশে সংখ্যালঘু নির্যাতন হবে কেন? যে লোকটি আপনার প্রতিবেশী যে কিনা সুখে দুঃখে আপনার সংগে সবসময়ই আছে, সকাল হলেই যে মানুষটির মুখ আপনি প্রথম দেখেন, কোন প্রোয়োজন হলে আপনি যার কাছে যান বা যিনি প্রয়োজন হলে আপনার কাছে আসে, যাকে আপনি কাকা ডাকেন কাকী ডাকেন অথবা দাদা দিদি ডাকেন তেমনি করে তারাও আপনাকে ডাকে তাহলে কীকরে আপনি তার ওপর হামলা করেন অথবা তার উপাসনালয়ে কীভাবে হামলা করেন? একবার ভাবেন তো আপনি কি মানুষ? আজন্ম যার সংগে থাকলেন তাকে ভালোবাসতে পারলেন না, আপন করতে পারলেন না তাহলে আপনি কি মানুষ? না আাপনি মানুষ না চতুষ্পদী প্রাণী। যদি আপনি এমন কাজ করে থাকেন তাহলে আপনাকে আইনের আওতায় আনা দরকার, আপনাকে বয়কট করা দরকার সামাজিক ভাবে।
বিবিসির নিবন্ধ: উগ্র ডানপন্থীরা বাংলাদেশে মুসলিম হামলা সম্পর্কে গুজব ছড়াচ্ছে
বিবিসির অনুসন্ধান: হিন্দুদের বাড়িঘর–মন্দিরে হামলা নিয়ে যে তথ্য উঠে এল
হিন্দুদের বাড়িঘর–মন্দিরে হামলা নিয়ে বিবিসি'তে চলছে অপপ্রচার
বিবিসির প্রতিবেদন : হিন্দুদের ওপর হামলা নিয়ে যেভাবে ভুল তথ্য ছড়িয়েছে উগ্র ডানপন্থীরা
বাংলাদেশ নিয়ে ভয়াবহ মিথ্যা তথ্য ছড়িয়েছে ভারতের ইনফ্লুয়েন্সাররা: বিবিসি
বাংলাদেশে হিন্দুদের ওপরে ‘অত্যাচার’- যেসব ভুয়া পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



