একবার ভাবুন তো যে লোকটি বা লোকগুলো আজন্ম আপনার সংগে থেকেছে, একসংগে বেড়ে ওঠেছে, খেলাধুলা, লেখাপড়া, গল্পগুজব, ব্যবসা বাণিজ্য সবই একসংগে করেছে হঠাৎ কী এমন হলো যে আপনি সেই লোকটির পথের কাঁটা হয়ে গেলেন? ধর্মবাদ দিয়ে আগে মানুষ হোন যদি মানুষই না হতে পারেন তাহলে ধর্ম দিয়ে আপনার কিছুই হবেনা। ৫০/৬০ বছর পাশাপাশি বসবাস করার পরও প্রতিবেশিকে আপনি আপন করতে পারলেন না তাহলে আপনাকে মানুষ বলি কীভাবে?
সামনে দূর্গাপূজা আসছে। ইতিমধ্যেই হিন্দু সম্প্রদায় সহিংসতার আশঙ্কা করছে, তাদের উৎসবে বিশৃঙ্খা সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সংঘাতের কথা বলছে। যদি সেরকম কিছু ঘটে তাহলে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সাধ্যমতে এগিয়ে আসতে হবে যাতে তারা নির্ভয়ে পূজাপার্বণ পালন করতে পারে। দিন শেষ তারা বাংলাদেশেরই নাগরিক, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই দাদা-কাকা-খুড়া। আমার যেমন অধিকার তাদেরও তেমন অধিকার, আমার চেয়ে তাদের একবিন্দু অধিকার কম নেই।
পশ্চিমা দেশগুলির দিকে তাকান সেখানে সবধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের স্বস্ব ধর্ম পালন করছে কেউ কাউকে বাধা দিচ্ছেনা আর একারনেই তারা আজ এতো উন্নত এবং তারা সব ধরণের নাগরিক সুবিধা ভোগ করে উন্নত জীবন যাপন করছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো দিকে তাকান এখানে বিভেদ যত বেশি নাগরিক সুবিধাও তত কম, জীবনমান অনূন্নত, নাই কোন সুযোগ সুবিধা। তাই আসুন, আমরা মানুষ হিসেবে সবাই সবাইকে শ্রদ্ধা করি এবং উন্নত জীবন গড়ি।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৭