
ব্লগার জেনারেশন৭১ জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ হবেন না। যদি আপনি ওনার সংগে রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং উনি যা বলবেন সেটাই একমাত্র সঠিক এটা মেনে নিতে পারেন তাহলে ওনার মতো ভালো মানুষ দ্বিতীয়টি আর পাবেন না।
কিন্তু যদি আপনি তার মতের বিরুদ্ধে যান বিশেষ করে আপনি যদি আওয়ামী বিরোধী কোন কথা বলেন তাহলে আপনার রেহায় নেই; তাহলে আপনার সব লেখা ও মন্তব্য হবে গার্বেজ, গরুর রচনা। উনি নিজেকে অনেক জ্ঞানী ভাবেন এবং এটাও উনি পোষন করেন যে ওনার মতো জ্ঞানী বাংলাদেশে কেউ নেই। বাংলাদেশের কোন প্রফেসর শিক্ষক আমলা এবং রাজনীতিবিদ কাউকেই উনি নূন্যতম জ্ঞানীও ভাবেনা না আমজনতা তো দূরের বিষয়। উনি বাংলাদেশের সবাইকে লিলিপুটিয়ান, মগজহীন, প্রশ্নফাঁস, ফেসবুক জেলারেল ইত্যাদী তুচ্ছতাচ্ছিল্য ভাষায় বিশেষায়িত করেন।
উনি কখনো হাসিনার দোষের কথা শুনতে চান না। যদিও জিয়া এরশার খালেদা যতটা না অন্যায় করেছে তার কয়েগুন বেশি অন্যায় করেছে হাসিনা। হাসিনার মতো কেউ এতো মানুষ হত্যা ও গুম করেনি। হাসিনা গুম করে বাংলাদেশে তাকে পাওয়া যায় ভারতের কারাগারে। হাসিনার মতো এতো অর্থও কেউ পাচার করেনি। তার আমলা মন্ত্রী, এমপি, নেতা, পাতি নেতা , ধেরে নেতা, তেড়ে নেতা সবাই কোটি টাকার মালিক। কোটি বললে ভুল হবে যেটাই ধরা পড়ে সেটাই কমপক্ষে শতকোটি টাকার মালিক! হাসিনার কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক! এসব কথা উনি আম্লিগের চ্যালাচামুন্ডার মতো বিশ্বাস করেন না।
উনি বাংলাদেশকে ত্যগ করেছেন কয়েগ যুগ আগে তারপরও উনি কুমিরের কান্না করে যাচ্ছেন যে, দেশ সিরিয়া ইয়েমেন হয়েছে বা হয়ে যাবে। অথচ উনি ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা ভাংচূড় নিয়ে কোন কথা বলেননি কোথাও যদি বলেও থাকে তাহলে সেখানে বাংলাদেশরই দোষ দিয়েছেন। ওনার মতে ভারত বাংলাদেশের সংগে যা করছে তা সবই সঠিক বরঞ্চ বাংলাদেশ যা করছে তা সবই ভুল।
উনি ওনার আইকিউ মেরিলিন ভস সাভান্ত এর সর্বোচ্চ আইকিউ ২২৮ থেকেও বেশি ভাবেন যেটা তাঁরছেড়া পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। আজকে সেই প্রলাপ নিয়ে তৈরি করলাম গরুর রচনা।
সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ ২০২৫।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



