
(চুলকানী থাকলে এড়িয়ে চলুন / ট্যাগ লাগানোর আগে ভাবুন/ভাবতে শিখুন।)
অনেকেই "পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে" এই শিরোনাম দেখেই লুঙ্গী খুলে ধুতি পড়া শুরু করবেন। ওয়েট ওয়েট একটু অপেক্ষা করুন তারপর না হয় ভারতীয় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিয়ে ঝাপিয়ে পরবেন।
৪৭ সালে ভারত পাকিস্তান ভাগ হয়। শুরু থেকেই দেশ দুটি বিপরীত মুখী। ভারতে গণতন্ত্র বিকশিত হয়েছে অন্যদিকে পাকিস্তানে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। ততকালীন পূর্ব পাকিস্তান জুলুম, নির্যাতন, শোষনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে এবং অবশেষে ৭১ সালে রক্তক্ষয়ি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার সূর্য উদিত হয়; জন্ম নেই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। তবে শুরু থেকে আমরা স্বাধীনতার প্রকৃত যে স্বাদ তা আমরা পাইনি। বাংলাদেশের মাথার উপর সবসময় থাকতো ভারতীয় বিষাক্ত ফনা, কানের কাছে দিনরাত সাতদিন হিস হিস করতো। হেজেমনি প্রতিষ্ঠার প্রথম ধাপই ছিল এটি। ঠিক যেমন ইহুদিরা জার্মানির ওপর তাদের হেজেমনি প্রতিষ্ঠা করতে পেরেছিল ঠিক সেভাবেই বাংলাদেশে হেজেমনি প্রতিষ্ঠা করেছিল এদেশিও একটা দালাল শ্রেণির মাধ্যমে।

এবার একুট সাম্প্রতিক যুদ্ধের দিকে দৃষ্টি দেই----
রুশ-ইউক্রেন যুদ্ধ, ভারত-পাকিস্তান যুদ্ধ ও ইরান-ইসরাইল যুদ্ধে নিঃশ্চয় দেখেছেন দেশ রক্ষার জন্য প্রয়োজন অত্যাধুনিক সমরাস্ত্রের। সমরাস্ত্রে যে যত সমৃদ্ধ সে তত অন্যের ওপর ছড়ি ঘোড়ায়। ভারত আগ বাড়িয়ে যুদ্ধ করতে গিয়ে কীভাবে পাকিস্তানের হাতে মারা খেল সেটাও নিঃশ্চয় খেয়াল করেছেন?
আমাদের চেতনার বণিকরা চেতনার খাতাকে ছোট করিয়ে দেখাতো। তারা ভয়ের দেওয়াল তৈরি করেছিল। ভয়ের গল্প শুনিয়ে আমাদের চুপ করিয়ে রেখেছিল। পড়শীকে ক্ষেপানোর দরকার নেই। তারা বড় দেশ আমরা ছোট দেশ তাই ছোট দেশের বড় অস্ত্রের দরকার কী? অর্থনীতি ছোট ইত্যাদি সীমাবদ্ধতার মিথ তৈরি করে।
এবার আসুন---
আমাদের মাথাপিছু আয় ২৬০০-২৭০০ ডলার, জিডিপি ৪৮০ বিলিয়ন ডলার, জিডিপি গ্রোথ রেট ৪.৫%, বার্ষিক বাজেট ৭৫ বিলিয়ন ডলারের কাছাকাছি। অন্যদিকে পাকিস্তানের মাথাপিছু আয় ১৫০০-১৬০০ ডলার, জিডিপি ৩৪০ বিলিয়ন ডলার, জিডিপি গ্রোথ রেট ২.৭%, বার্ষিক বাজেট ৬৫ বিলিয়ন ডলার যা আমাদের চেয়ে ১০ বিলিয়ন ডলার কম।
পাকিস্তানের আছে শাহীন ক্ষেপণাস্ত্র, গজনবী ক্ষেপণাস্ত্র, নাসর ক্ষেপণাস্ত্র, ফাতাহ ক্ষেপণাস্ত্র, বাবর ক্ষেপণাস্ত্র, আবদালী ক্ষেপণাস্ত্র এগুলো ছাড়াও পাকিস্তান বিভিন্ন ধরনের বিমান বিধ্বংসী এবং ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি। পাকিস্তান চিনের সহায়তায় JF-17 Thunder যুদ্ধ বিমান তৈরি করেছে। পাকিস্তান তৈরি করেছে বুরাক কমব্যাট ড্রোন, সুইসাইড ড্রোন ও বেবি সাবমেরিন। পাকিস্তানের আছে ক্ষেপণাস্ত্র গবেষণা ও উন্নয়ন কর্মসূচি। সর্বোপরি তাদের আছে পরমানু অস্ত্র।
আমাদের কী আছে? পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে? পাকিস্তানের চেয়ে আমাদে অর্থনীতি ভালো তারপরও কেন আমরা পারলাম না? কারণ একটাই ভারতীয় হেজেমনি। তারা ভয়ের দেওয়াল তৈরি করেছিল, ভয়ের গল্প শুনিয়ে আমাদের চুপ করিয়ে রেখেছিল। একটি দালাল শ্রেণিকে দিয়ে মিথ তৈরি করেছিল দেশ ছোট, অর্থনীতি ছোট বড় অস্ত্রের দরকার কী?
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




