
সত্যি করে বলছি মাঝে মাঝে ভাবি এটা কি সেই বাঁধ ভাঙার আওয়াজ ? একটা সময় যে বাঁধ ভাঙা আওয়াজের
একটাই পরিচয় ছিল,বিশ্বের সব থেকে বড় বাঙলা ভাষীর ব্লগ । ছিল রাত দিন মিলিয়ে শত কর্ম ব্যাস্ততার মাঝেও
হাজার হাজার ব্লগারদের মিলন মেলা।দৈনিক আসতো শত শত গল্প,কবিতা,রম্য,ছড়াকারদের ছড়া।
কেন আজ ব্লগের ঝরে পরা ?
হতো ব্লগারদের মাঝে ক্যাচাল,তর্ক,বিতর্ক । শত শত তর্ক বিতর্কের মাঝেও মিলন মেলা এবং রসিকতা। আমার
কাছে মনে হয় এর জন্য সব থেকে বেশি দায় ব্লগের কৃতপক্ষ। তারা বিভিন্ন বা নানান ধরনের সিস্টেম
করাতে,তার মধ্যে যেমন ব্লগে পাসওয়ার্ড পরিবর্তন জনিত সিষ্টেম চালু করাতে অনেক পুরাতন লড়াকু লেখকেরা
ব্লগে লগিনও করে ব্লগার হিসেবে প্রবেশও করতে পারছেন না নতুন নতুন লেখাও প্রকাশ করতে পারছেন না।
আবার ব্লগ কৃতপক্ষ অনেককে ব্যানও করে দিয়েছেন,কেউবা কষ্ট করে ঢুকতে পারলে পারছেন না লেখা পোস্ট করতে
বা পারছেন না কেউ কেউ কমেন্ট করতে । এখন আবার নতুন আইডি খুলার অপশনও বন্ধ করে রেখেছেন।
বিভিন্ন সময় যেমন দেশের সরকার পরিবর্তন হলে তারা নতুন নতুন ডিজিট্যাল সিষ্টেম করতে গিয়ে দেশের ১২ টা বাজিয়ে
ফেলছে,ঠিক সেই একই কায়দায় ব্লগের অবস্থা।নানান সিষ্টেমের চাবিকাঠি দিয়ে তালা খুলতে গিয়ে বরং উল্টো ব্লগে জং পরে
যাওয়ার অবস্থা।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



