একদিন বিমানে করে যাচ্ছিল বুশ, এরশাদ, পোপ এবং একটা বাচ্চাছেলে। আকাশে হঠাৎ করে বিমান টা নষ্ট হয়ে গেল। একটু পরে ক্রাশ করবে।
যাত্রী চারজন কিন্তু প্যারাসুট আছে তিনটা। এরশাদ বলল আমি ভি. আই. পি. আমাকে বাচঁতে হবে এবং সে একটা প্যারাসুট নিয়ে লাফ দিয়ে চলে গেল। একটু পরে বুশ আর একটা প্যারাসুট নিয়ে লাফ দিয়ে চলে গেল।
এখন প্যারাসুট আছে একটা কিন্তু যাত্রী দুইজন। পোপ চিন্তা করল আমার বয়স হয়েছ! কতদিন আর বাচঁব!!! পোপ বলল বাবু তুমি প্যারাসুট নিয়ে লাফ দাও।
তখন বাচ্চা বলল, চিন্তা করবেন না। প্যারাসুট দুইটা আছে। বুশ আমার স্কুল ব্যাগ নিয়ে লাফ দিয়েছে।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৮ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




