
কথাটা আমার না সত্য ভান্তের ।
যারা পাহাড়ে থাকে তাদের পুণ্যকর্ম করার সুযোগ কম থাকে ৷ মন চাইলেও বিহারে কিংবা ভান্তেদের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় না ৷ তাই তাদের প্রতি হিতাকাঙ্ক্ষী হয়ে অনুকম্পা করে অামরা প্রত্যেক বছর বড় বুদ্ধমূর্তিকে ভিত্তি করে একটা সফর দিই পাহাড়ে ৷ এতে তাদের সবার পুণ্য করার সুযোগ হয় ৷ ছোট, বড়, বয়োবৃদ্ধ সবাই পুণ্যকর্মে অংশ নেয় ৷
অাসলে সত্যিই এরা খুব সাদা মনের মানুষ ৷ এরা যে অর্থগুলো বুদ্ধের শাসনে তথা ভিক্ষু সংঘকে দান দেয় সেগুলো একদম খাঁটি ৷ তাদের অর্থের মাঝে কোন ঘুষের টাকা, চুরির টাকা নেই ৷ নিজ মাথার ঘাম পায়ে ফেলে অতি কষ্টৈ অর্জিত তাদের টাকা ৷
সেগুলো নিজে না খেয়ে দান দেওয়া সহজ নয় ৷ বুদ্ধ বলেছেন, দান আর যুদ্ধ সমান সমান ৷ যুদ্ধের সময় যে নিজেকে ত্যাগ করতে পারে না, সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না ৷ ঠিক তেমনি দান করার সময় যে "এটা অামার লাগবে" এটা ত্যাগ করতে পারে না সে দান করতে পারে না ৷
তাদের দানকার্যকে সত্যিই প্রশংসা করতে হয় ৷ অামরাও নিজের পাওয়া কষ্টকে কষ্ট মনে না করে তাদের প্রতি হিতসুখ মঙ্গলার্থে এখানে অাসি ৷ যদি এরাও সুখী হয় তাদের সুখেই অামরা সুখী ৷
#ওপারে_ভারত_এপারে
#সত্য_ভান্তে
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




