নীল আকাশের নীচে হাটছি একা
কোন এক অজানা পথে
জানিনা আর কতদূর যেতে হবে
কখন যেন থেমে যায় এই পথ চলা
আর থাকবেনা কোন কোলাহল
থাকবেনা পাওয়া না পাওয়ার হিসেব
আমি ছুটছি ছুটছি ছুটছি
চাহিদার অনাবিল পথ ধরে
তবু্ও তৃপ্তি নেই আছে শুধু ক্লান্তি অবসাদ
জদি কখনও এতটুকু শান্তি মিলিল
তাও স্বল্প সময়ে ফুরিয়ে গেল
সব কিছুই ফুরিয়ে যায়
এই আমিও ফুরিয়ে যাব
থেমে যাবে পথচলা আমার
এমনি করে সবার

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




