
সারাটা জীবন কষ্ট করে সংসার গড়লাম,
একদিন সেই সংসারের মানুষগুলোর কাছে প্রয়োজনের পাত্র ছাড়া আর কিছুই রইলাম না,
একসময় সকলের প্রয়োজন মিটাতে মিটাতে নিজের প্রয়োজনগুলোই ভুলে গেলাম।
এখন আমার বাধ্যর্ক সময়!
নেই কেহ আমার পাশে,
শুধুই আমি আমার ছাড়া আর কেহ রইলো না,
সবাই আমি আমি করে চলে গেল নিজেদের সুখের সন্ধানে
আর আমি একা পড়ে রইলাম
অভিশপ্ত বাধ্যর্ক জীবনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


