
হাসতে দেখ গাইতে দেখ অনেক কথায় মুখর আমায় দেখ
দেখো না কেউ হাসির শেষে নীরবতা।।
বোঝে না কেউ তো চিনলো না বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না এই আমাকে।।
আজ কদিন ধরে মনের অজান্তে এ কটা লাইন মাথার ভেতর ঘুর ঘুর করছে যার বহি:প্রকাশ যখন তখন গুন গুন করে গাওয়া।
প্রতিদিনের মতন আজ সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে যখন অনলাইনে আসলাম তখনই একটি খবর আমাকে কোথায় যেন হারিয়ে নিয়ে যায়। মানতে পারছি না নিজেকে প্রথম বিশ্বাস করাতে খুব কষ্ট হল, কিন্তু মৃত্যু যে অবধারিত। আজ তুমি হারিয়ে না ফেরার দেশে, তোমাকে আর নতুন করে পাব না ভাবতেই বুকের ভেতর কেমন যেন একটা ব্যাথা উপলব্দি হয়। ভালো থেকো ওপারের পথ চলা তোমার সুগম হোক।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




