
চুমু তুমি ফিরিয়ে নিতেই পারো
_____তা’তে আক্ষেপ নেই আমার
চুমু কিংবা যৌনতার দিয়ে সম্পর্ক হয় না।
_____ওসব পথে পড়ে থাকে
________ পথ মানে তো নর্দমা
________________নর্দমা মানে নরক
_______________________নরক মানে অজাচার
__________অজাচার পৃথিবীর আরেক নাম
_________সেই পৃথিবীতে তোমার বাস
_____তুমি চুমু চাও
আর আমি চাই সম্পর্ক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


