নরম ঘাস, সুখস্মৃতি, লাল মাটির দেশ
ভাই-এর স্নেহ, মায়ের আদর এই তো আছি বেশ।
ভোরের আজান, ভাটিয়ালি গান, বুকে তোলে ঝড়, ভীষন তুফান।
ও মাঝিভাই, একবারটি পার করে দাও, এই দড়িয়ায়।
শান্ত আকাশ, সবুজ মাঠ আর সিগ্ধ সমীরণ
তার মাঝেতে পাই যেন ঠাই আমার আজীবন।
বুক ভরা প্রেম, গ্রামের আঁচল, পুকুর ভরা মাছ
ক্ষেত ভরা ধান, দুধের বাটি খাচ্ছি বারমাস।
হে ভগবান ! দাও ফরমান-
মুছে দাও দুখ, সব অভিমান।
এ মাটি হোক শান্তির নীর, ভালোবাসার পিঠস্থান।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




