আমার জানালার বাইরে
জেগে থাকে আধখানা চাঁদ, একা,
নিঃসঙ্গ হাওয়ারা করে কানাকানি;
(নাকি এ ওদের আর্তনাদ?)
স্তব্ধতা ভেঙ্গে ডেকে ওঠে হঠাৎ
বেরসিক বাদুর এক ।
আমি কেবলি দেখে যাই;
সাক্ষী হয়ে থাকি মহাকালের,
এর বেশী কিছু করা আমার হয়ে ওঠেনি কখনো।
রাতের শুন্যতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে
ঘুমাতে পারি না আমি
নিশ্চিন্ত মানুষের মতো;
পারিনি যেমন তোমাকে ধরে রাখতে ।
রাত আর তুমি
সমার্থক এখন-
দুই-ই অধরা আমার,
কষ্টের সপ্নবিলাস ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




