ধরা যাক একটা নদী পেরিয়ে এসেছে হাজার জনপদ
ধরা যাক একটা নদী বয়ে যাচ্ছে যোজন যোজন দূরে
সেই নদীটা জানে সব মানুষের পরিচয় আনাগোনা
সেই নদীতে শান্ত কালো জলের সমাহার
ধরা যাক সেই নদীতে একটা সেঁতুর দুকূলে সংযোগ
মানুষের আসা যাওয়া পায়চারি পারাপার
ধরা যাক সেই নদীটায় বাতাস বহে খুব
সেঁতুর উপর আমরা নদীভূক আমাদের পরিচয় অজনা
আমরা শুধুই বসে আমরা কেবল চেয়ে থাকি
আমাদের ভাবনায় কল্পনায় কথার জোনাকি
আমাদের মন আমাদের হাত পাশাপাশি
ভাবি আমরা নদী কিংবা সেঁতু হবো নাকি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


