সমকামিতার উপর ইহুদি ধর্মের মনোভাব জানা যাবে তোরাহ গ্রন্থে।তোরাহ হচ্ছে হিব্রু বাইবেলের প্রথম পাঁচটি গ্রন্থ। ইসলাম ধর্মে যে তওরাত গ্রন্থের কথা বলা হয়েছে সেটা এই তোরাহ গ্রন্থ। যদিও মুসলিমরা এটা স্বীকার করে না। তারা দাবি করেন মূল তোরাহ গ্রন্থ বিকৃত হয়ে গেছে। এই গ্রন্থে বলা হয়েছে , " একজন পুরুষের অন্য একজন পুরুষের সঙ্গে নারীগমনের মত গমন করা উচিত নয় এবং এটা একটি ঘৃণিত কাজ। " (লেভিকটাস ১৮:২২) । অধিকাংশ ইহুদি ধর্ম ব্যাখ্যা কারী গন , এই জঘন্যতম কাজের শাস্তি হিসেবে মৃত্যুদন্ডের কথা বলেছেন। কিন্তু বাস্তবে দেখা যায় এই অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদন্ডকে ইহুদি রাব্বীগণ সমর্থন করেন না।
অর্থোডক্স জুদাইজম বা ইহুদিবাদে সমকামি কার্যকলাপ কে পাপ হিসেবে গন্য করা হয়।কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বলা হচ্ছে তোরাহ তে শুধুমাত্র পায়ুকাম বা এন্যাল সেক্স কে জঘন্য কাজ হিসেবে বলা হয়েছে কিন্তু সেক্সুয়াল অরিয়েন্টেশান এবং সেক্সুয়াল এক্টিভিটিসের উপর কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয় নাই।১৯৯০ এর দিকে কনজারভেটিভ জুদাইজম বিভিন্ন রাব্বীগনের মতামতের উপর জরীপ চালিয়ে একটি সিদ্ধান্তে উপনীত সক্ষম হন । এর ফলে তারা সমকামি ইহুদিদের কে সিনাগগে প্রবেশাধিকার দেয়। এবং সিভিল ল ও জনসাধারন যাতে কোন বৈষম্য না করে সেজন্য তারা প্রচারনা চালায়।কিন্তু ধর্মীয় প্রয়োজনে তারা পায়ুকামের উপর নিষেধাজ্ঞা জারী করে।
উত্তর আমেরিকার রিফর্ম জুদাইজম এবং রিকনস্ট্রাকশানিস্ট জুদাইজম ও যুক্তরাজ্যের লিবারেল জুদাইজম হেটারোসেক্সুয়ালিটির মত হোমোসেক্সুয়ালিটিকে স্বাভাবিক হিসেবে গ্রহন করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



