অনু আড্ডা-৩ এ সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের আড্ডায় অস্টিন তার একান্ত গোপন কিছু কথা জানিয়েছে। অস্টিন ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে এ প্লাস পেয়েছে।
অনুঃ অস্টিন কত বছর বয়সে তোর মনে হলো তুই পুরুষে আসক্ত?
অস্টিনঃ দশ বছর বয়সে।
অনুঃ এত অল্প বয়সে! কিভাবে বুঝলি?
অস্টিনঃ কিভাবে বুঝেছি তা এখন মনে নেই।
অনুঃ বেশ। সেক্স করেছিস?
অস্টিনঃ না করিনি। এখনো ভার্জিন আছি।
অনুঃ বন্ধুদেরকে তোর সমকামী পরিচয়ের কথা জানাতে চাস?
অস্টিনঃ চাই কিন্তু পারি না।
অনুঃ বাবা-মা যদি জেনে যায় তুই সমকামী তখন কি করবি?
অস্টিনঃ জেনে গেলে বেঁচে যাই।
অনুঃ হা হা হা। আচ্ছা সমকামী জীবনে তোর প্রত্যাশা কি?
অস্টিনঃ টপ বটম ইকুয়্যালিটি।
অনুঃ সেটা কেবল ভার্সেটাইল রোলেই সম্ভব। যাই হোক তোর কাছে শেষ প্রশ্ন। তোর মনের মানুষ কে?
অস্টিনঃ আছে একজন। কিন্তু তার নাম প্রকাশ করতে চাই না।
অনুঃ বন্ধুরা কেমন লাগলো আমার ছোট্ট ভাই অস্টিনের উত্তর।
(আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সমকামী। ধর্ম। সমাজ সমকামিতাকে প্রত্যাখান করেছে। সমকামিতা তাই ঘৃণিত একটি বিষয়। কিন্তু কালে কালে কিছু মানুষ সমকামী হয়ে গেছে এবং যাচ্ছে। তারা কেন সমকামী হয়? তাদের অনুভূতি কি? ফেসবুক থেকে বিভিন্ন সমকামী ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে জানার বোঝার চেষ্টা করছি। খুব সাধারন মানুষ তারা। পরিচয় দেবার মত কিছু নেই। তবু তাদের ভালো লাগা, মন্দ লাগা অনুভূতির কথা প্রকাশ করেছেন। এই আলাপচারিতা আপনার ভালো/খারাপ যে কোন একটা লাগতে পারে। আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



