জাতীয় ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করে, ২/৩ বছর গড়াগড়ি দিয়ে শতকরা ২০/৩০ ভাগ চাকুরী পেয়ে থাকেন; এরা পরিচিত লোকদের মাধ্যমে কিংবা ঘুষ দিয়ে চাকুরী পেয়ে থাকেন। এই ভয়ংকর অবস্হা থেকে পরিত্রাণের উপায় কি?
যেসব পরিবার ২/৩ জেনারেশন থেকে প্রতিষ্ঠিত তারা ছেলেমেয়েদের পড়ালেখার ব্যাপারে সচেতন; এদের ছেলেমেয়েরাই ডাক্তারী, ইন্জিনিয়ারিং ও ভালো সাবজেক্টগুলোতে পড়ালেখা করে থাকে। এদের পরিচিতির লেভেলও বড়, একটা ব্যবস্হা হয়ে যায়। এরপরে আছে সরকারী কর্মচারী, রাজনীতির সাথে জড়িত, ব্যবসায়ী পরিবার, যাদের পরিবারের লোকজন বিদেশে আছে, তাদের ছেলেমেয়েরাও ভালো করছে।
সবচেয়ে খারাপ অবস্হায় আছেন গ্রামের লোকজন; পরিবার জানেও যে, ছেলেমেয়েরা কি নিয়ে পড়ালেখা করছে, উহার ভবিষ্যত কি? যখন ছেলেমেয়েরা পড়ালেখা শেষ করে, এরা আশা করে যে, ১টা চাকুরী পাবে। কিন্তু উহা কিছুতেই ঘটে না।
আপনারা ব্লগার রুপকের কাহিনী শুনেছেন: কিসের মাঝ দিয়ে গিয়েছেন ও যাচ্ছেন; এই রকম কোটী রূপক আছে দেশে। কিভাবে এই ভয়ংকর অবস্হা থেকে বের হওয়া সম্ভব?
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২৪ সকাল ১০:১৭