পাতাঝড়া মুর্হূতগুলো বর্ণহীন হয় স্বাদের আভিজাত্যে
ধানাগুনের সঙ্গমে জন্মায় মুঠো মুঠো খই
তৃপ্তির চৌকাঠে দাঁড়িয়ে শোনায় চিরন্তন ব্যাকরণ।
কোথাও যেন বুঝা যায় কাঠমালতী আর বেলী ফুলের পার্থক্য
হিজল ঝোপে ডাহুকের ডাক স্পন্দিত করে ছন্দের রীতিজ্ঞান
আর ধীরে ধীরে হয়ে যাই নিজের ছায়ারূপ
প্রাণ জাগিয়ে বিস্মিত হই, অকারণ হেয়ালিতে।
করগুনা প্রহর ছুটে চলে শিল্পের সন্ধানে;
অথচ আমি নিজেই পড়ে রয়েছি গণনার প্রান্তসীমায়।
১২.০৯.০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




