
একজন হুমায়ুন আহমেদ এক
অমর সম্রাট তাঁর রাজ্যে সুখময়,
পাঠক প্রজার দলে যাদের সময়
কাটে তাঁর লেখা পড়ে আনন্দে অনন্য।
নেশায় আক্রান্ত সেথা পাঠক অনেক
প্রাণবন্ত চিত্রে যেন কারা কথা কয়
মনে বাসা বাঁধা কথা নড়বার নয়
যা আবেগে ঢেউ তোলে পাঠকের জন্য।
একে একে পড়ে তাঁর সে অমর গাঁথা
মনে হতো প্রানবন্ত চরিত্ররা সব
তারা যেন কত ভাবে বলে কত কথা।
গল্পের ভিতরে থেকে করে অনুভব
নিজেরে সকল স্থানে অমৃতে অপার
এক লেখা পাঠকেরা পড়ে বার বার।
বিঃদ্রঃ কবিতাটি তার আগামী কালের জন্ম দিনের আগাম শুভেচ্ছায় লেখা।
উৎসর্গঃ সকল হুমায়ুন ভক্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


