
কোন এক সুলতানা শিরীন সাজির
ব্লগ বাড়িতে বেড়াতে এসে আনমনে
অনন্য সুন্দর দল হারিয়ে গোপনে
সেথায় ঘুমিয়ে পড়ে কাটায় সময়।
এখানে কবিতা বাগে বৃষ্টি ঝিরঝির
পাতা হতে ঝরে পড়ে সুন্দরের সনে
যেন কথা বলে তারা।সাহিত্য রতনে
প্রাণময় দেখি যারা জড় যেন নয়।
কবিতা ঐশ্বর্য্যে মুগ্ধ পাঠকের দল
অবাক তাকিয়ে থেকে দেখে অপলক
এখানে কোথায় যেন বাজছে মাদল।
তারা পান করে কত পদ্যের আরক
ছন্দ চন্দ্র কণা সব গায়ে মেখে সবে
শান্তির শীতল স্পর্শ সুখ অনুভবে।
ব্লগার সুলতানা শিরীন সাজি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


