নীল আসমান সাত সাগর, তেরো নদীর পরে
ভূ-মধ্য সাগর আর, আটলান্টিকের কিনারে-
আমি আছি মাগো, তোমা হতে অনেক দুরে
আকাশ ঠেকেঁছে যেথায়, সাদা বরফের চুঁড়েঁ । ।
যখনি আমি পাই, তোমাকে ফোনের ঐ পারে
তুমি আঁচলে মূখ ঢাঁকো, থাকো চুপটি করে
অস্ফুটে বলো, আসবি না বাপু, এই ভাদ্দরে ?
সতেরো পদের আঁচার বানিয়েছি, খাবি ওরে। ।
সেইযে গেছিস বাছা, বাড়িটা মোর অন্ধকারে
নাড়ু-মুড়কী পিঠা-পুলি হলে, কিইযে মনে পড়ে
আম-জাঁম লিচুঁ-কাঁঠালের ঘ্রাণে, ঘরও গেছে ভরে
তবু ফিরলিনা ! তোকে ছেড়ে মূখে দেই কি করে ? । ।
মা...মা'গো.. !! আমি আসছি, তোমার আঁচলে ফিরে
মিছা !..না;মা, এবার বলছি তোমাকে দিব্যি করে
টিকিট নিয়েছি, এটা সেটায় বোঁচকা ফেলেছি ভরে
দোয়া করো মা, দেখা হচ্ছে আগামী ঈদুলফিতরে । ।
মোশাররাফ.
০১.০৬.১১
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১১ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




