
একদিন চলে যাবার কষ্টে চুপচাপ চলে যাব
তুমি জানবে না, পৃথিবী জানবেনা, জানবেনা জোনাকির আলো
আঁধারে মুখ লুকালে সব কষ্টই ভালো।
চলে যাবার জন্য যে আয়োজন, যে প্রস্তুতি
বিরহ মাখা পরিবেশের যে গুমোট মুখ
আমি সইতে পারবোনা, তোমার কান্না ভেজা চোখ পারবোনা দেখতে আমি
আমার এই চিরচেনা শহর, পিচঢালা পথ
রাতের নিকষকালো আঁধার ভেদ করে জ্বলে থাকা নিয়ন বাতির আলো
তীব্র যানজট, গাড়ির বিষাক্ত ধুয়ো, নব্বুই ডেসিবল এর শব্দ দূষণ
বড় ভালবেসে ফেলেছি এই জীবনটাকে
এরা পিছু টেনে ধরবে, তবু যেতে হবে তাই
চলে যাব খুব নিভৃতে।
চলে যাবার সময়
তুমি এসো বড় সুসময় করে
চলে যাবার কষ্টে চুপচাপ যাব চলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


