somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্রণহত্যা বন্ধ হোক

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্রণহত্যা বন্ধ হোক
আব্রাহাম চৌধুরী
.......................
ভ্রণহত্যা ও মাতৃত্ব বিষয়গুলো অত্যন্ত স্পষ্টকাতর ও গুরুত্বপূর্ণ। সীমিত ও অপরিপক্ক জ্ঞান নিয়ে এসব তাত্ত্বিক আলোচনা করা খুবই মুশকিল। তবে এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন বলে আমি মনে করি। আর তাই লিখছি একটা অতৃপ্তি নিয়ে। কারণ অনেক দিন যাবত একটা পদক্ষেপ নেয়ার জন্য চেতনা শক্তি আমার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে। যে বিষয়ে আমি অজ্ঞ, কিছুই জানি না, সে বিষয়ে সবসময় বিশেষজ্ঞ ও শুভানুধ্যায়ীদের পরামর্শ নেবো। সুতরাং আমার এমূর্খতার জন্য ক্ষমাপ্রার্থী।
বাংলাদেশের মেয়েদের প্রথমবার ঋতুমতী হওয়ার গড় বয়স স্বাধারণত ১২ বা ১৩। খাদ্যাভ্যাস, শরীরের গঠন এবং পারিবারিক ইতিহাসের ভিন্নতার কারণে মেয়েদের ঋতুমতী হওয়ার বয়স বিভিন্ন হতে পারে। প্রথমবার ঋতুমতী হওয়ার পর থেকেই তারা গর্ব ধারণের উৎকর্ষতা অর্জন করে। নিন্ম বর্নিত বিভিন্ন সামাজিক অথবা অসামাজিক এবং ব্যক্তিগত জীবনাচরণে যৌন সম্ভোগের কারণে মেয়েরা গর্ব ধারণ করতে পারে। যেমন -
১। ধর্ষন
২। রোমাঞ্চকর সম্পর্ক
৩। কর্মস্থল
৪। সামাজিক কর্মকাণ্ড
৫। অশিক্ষা-কুশিক্ষা বা অজ্ঞানতা
৬। চরম দারিদ্রতা
৭। বৈবাহিক সম্পর্ক
বাংলাদেশে ধর্মীয় অনুভূতি এবং আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে বৈবাহিক সম্পর্ক ব্যতীত নারী-পুরুষের দৈহিক সম্পর্ক স্থাপন করা অবৈধ; এবং তা ব্যভিচার বলে ধর্তব্য। এধরণের দৈহিক মিলন পৃথিবীর কোন ধর্মই অনুমোদন করে না। নারী-পুরুষের অবাধ যৌনাচার মরন ব্যধি এইডস্ সহ বিভিন্ন যৌন বাহিত রোগ সমূহের সংক্রমণ দ্বার উন্মুক্ত করে দেয়। অবাধ, অবৈধ যৌন মিলন ও ব্যভিচারের ফলে নারীর গর্বে জন্ম নেয় নিষ্পাপ হাসিমাখা স্নিগ্ধ শিশু। আর তখনই বিবর্ণ হয়ে যায় আমাদের হৃদয়ের রঙিন অনুভূতিগুলো।
আমাদের দেশে তথাকথিত রক্ষণশীল-অভিজাত পরিবারের কঠোর নিয়মনিষ্ঠার রক্ষাকবচ, আমাদের গর্ব। অবৈধ দৈহিক মিলনে গর্ব ধারণ ঘটলে গোঁড়ামি, কুসংস্কার বা হীনমন্যতার আবর্তে ঘটে পুরুষত্ব বোধের বিকৃতি। জেগে ওঠে আপন বিষাক্ত বীর্য্যের প্রতি যুক্তিহীন ও কারণহীন ঘৃণা ও ক্রোধ বোধের বারুদ। অবৈধ ভ্রণ ধারণকারী কলংকিত অবলা নারী তার হৃদয়ের ব্যাথা ভয়ে ভয়ে নিজের পরিবারকেও জানাতে পারে না। লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেড়ায় নিজের অজান্তে, সন্তান প্রসব করা পর্যন্ত; নবজাতককে ডাষ্টবিনে নিক্ষেপ করা প্রর্যন্ত। পরিবারের মর্যাদা রক্ষার্থে হতাশাগ্রস্থ হয়ে নিষ্পাপ শিশুর ভ্রণ সহ আত্মহত্যাও করে; যেটা কোন সমাধান নয়। আবার পরিবারের কর্তাব্যক্তিকে জানালে অনেক সময় - ঝুঁটি ধরে সজোরে পিটিয়ে মেরে স্রেফ ধাপ্পা দিতে সাজানো-গোছানো কাহিনী মেলে ধরে, তথ্য-সাক্ষ্যের মধ্যে থাকে বিস্তর অসঙ্গতি। গোপনে মাকে জানালে মা দিবে ভ্রণ হত্যার পরামর্শ - (হয়তো নিজেরই অভিজ্ঞতার আলোকে)। অপ্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ-অদক্ষ ডাক্তারের শরণাপন্ন হয়ে এ কারণে অনাকাংক্ষিত হারে দেশে গর্ভপাতে মৃত্যুহার বাড়ছে। এসমস্ত ঘটনাগুলো নানা কৌশল চালিয়ে ভিন্নখাতে প্রবাহিত করা হয়ে থাকে।
বৈবাহিক সম্পর্ক ব্যতীত দৈহিক সম্পর্কের কারণে গর্ব ধারণ করার পরে সন্তান প্রসবের পৃর্বে জড়িত নর-নারী উভয়ে স্বেচ্ছায়-স্বইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার পাততে চাইলেও তা সবসময় সম্ভব হয়ে ওঠে না পাষাণ্ড অধিপত্যকামী অভিভাবকদের বিভিন্ন অযৌক্তিক কারণে। তাই এধরণের অভাগা নবজাতকের একমাত্র যন্ত্রণাদায়ক শাস্তি নিষ্ঠুর মৃত্যুদণ্ড; তা কার্য্যকর করা হয় ধারালো ও নগ্ন তরাবারী দিয়ে; জীবন্ত মাটিচাপা দিয়ে। মাতৃজঠরে অথবা জন্মের পর ক্রোধোন্মত্ত তামাশার শিকার হতে হয়, দেহে পেট্রোল ঢেলে ভষ্ম করে, দগ্ধ দেহাবশেষ গুপ্তভূমিতে খুঁড়ে রাখে। ভাবখানা হচ্ছে - "পৃথিবীতে কেন এসেছিস, এবার মরে বাঁচ"। ডাস্টবিনে পাওয়া যায় একদিন কি দুদিনের শিশু। পহারা দেয় কুকুর। 'মা গো, কোন শকুন পাড়ায় তোমার ঘর? মানুষ না হয়ে যদি একটা কুকুর হতে - তোমার মধ্যে কিছুটা মাতৃত্ববোধ থাকত! তোমার গর্ভের সন্তানটা ডাস্টবিনে ফেলে দিতে না, মা তুমি'।
দেশ আমাদের কাছে মাতৃভূমি - মাদারল্যান্ড। আমাদের মাতৃভূমিতে মেয়ে হয়ে জন্মনো পাপ! বৈবাহিক সম্পর্ক ব্যতীত জন্মানো পাপ! বৈধ দম্পত্তির প্রথমে কন্যা হলে দ্বিতীয় সন্তান প্রসবের পৃর্বে ভ্রণ পরীক্ষা করা হয়। আর সেই ভ্রণও যদি কণ্যাভ্রণ হয়, তখন ডাক্তারকে টাকা দিয়ে সেই ভ্রণটিকে মেরে ফেলে শিক্ষিত সম্প্রদায়ের বর্বররা। আর্থিক সংকটে এহেন গর্হিত কাজটি করতে না পারলে দাম্পত্য জীবনে নেমে আসে মহা-অসন্তোষ, মহা-দ্বন্দ্ব-কলহ। মাতৃভূমির সঙ্কট ও প্রতিকূলতার সময়ে গলা বাজিয়ে আমরা গান গাই - বাংলা আমার 'মা'। মাতৃভূমির গানের পুজা করি, মাতৃ-জঠরের 'মা'-কে বিসর্জন দেই, কণ্যাভ্রণের গলা টিপে টিপে পৌরুষের গৌরবোজ্জ্বল আমিত্বকে জাহির করি! জন্মদাতার যৌন সন্ত্রাস বা যৌন সম্ভোগ সংক্রান্ত অপরাধের কারণে অথবা জাতপাতের বিভিন্নতার অতলে কোন শিশুই বাঁচার অধিকার হারায় না। মাতৃ-জঠরে স্থিত শিশুটি তার মায়ের মতই অসহায়। তাকে ধর্ষন অথবা রোমাঞ্চকর সম্পর্কের পাপের ফসল হিসেবে বিবেচনা করাটা পাপ। এই অস্বাভাবিক জন্মে ভ্রণের কোন প্রভাব নেই। সেও তার মায়ের মতই একজন পূর্ণ মানুষ। সব ক্ষেত্রেই এ্যাবর্শন হলো একটি নির্দোষ ও নিষ্পাপ মানুষকে হত্যা করা। একজন মানুষ এ্যাবর্শনের মাধ্যমে অন্য একজন মানুষের জীবন শেষ করে দিতে পারে না। একজন পূর্ণবয়স্ক জীবন্ত মানুষ - যে ইচ্ছেমতো পৃথিবীতে বিচরণ করতে পারে বা কথা বলতে পারে; আর একটি জীবন্ত ভ্রণ - যে শ্রিঙ্খলার সাথে মাতৃ-জঠরের প্রাণরসে শুয়ে শুয়ে অথবা নড়াচড়া করে বেড়ে ওঠে; পার্থক্য শুধু এতটুকুই। একজন পূর্ণবয়স্ক মানুষের আছে শারীরিক শক্তি, যেটা একজন শিশুর নেই। এ্যাবর্শন করে সেই ছোট্ট দুর্বল মানুষটিকে হত্যা করা হয়। মানুষ বড় হোক আর ছোটই হোক, মানুষ হত্যা করার অধিকার কারো নেই; বৈধ অথবা অবৈধ মা-বাবারও নেই। জন্মদাতাদের বা পিতার অথবা মাতা-র কোন ভুল বা অপরাধের দায়-দায়িত্ব সন্তানের জীবন দিয়ে পরিশোধ করতে পারে না; করবে কেন!! যেমন একজনের অপরাধের শাস্তি অন্যজনকে চাপিয়ে দেয়া যায় না। একজনের গুনাহের বোঝা অন্যজন বহন করবে না। বিশ্লেষণ দীর্ঘায়িত না করে উপসংহারে এসে বলতে চাই যে, বৈবাহিক সম্পর্ক ব্যতিত নর-নারীর যৌন সম্পর্ক একটি পাপ; আর এই গর্হিত পাপ নর ও নারী উভয়ের। বিবাহ বহির্ভূত গর্ভধারণ করা ও সন্তান প্রসব করা পাপ নয়। মানুষ উদ্ভ্রান্ত হয়ে পাপ করতে করতে ক্লান্ত গেল। অনেক রক্ত ঝরল! আরও কত ঝরবে! সন্তান কখনো অবৈধ হতে পারে না। "সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই"। এইসব ঘটনা গোপন করার মধ্যে কিছু আছে কিনা জানি না, তবে হলপ করে বলতে পারি এগুলো আজীবন ঘটতেই থাকবে। এই নিষ্পাপ সন্তানদের জীবন রক্ষা করার মধ্যে লজ্জার কিছু নেই। সম্মানহানিও হয় না। পাপও নেই। আমাদের মানসিক অবস্থাটা ভ্রান্ত কুহেলিকায় ভরা। এ বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই। এখনই সতর্ক হওয়ার সময় এসেছে। রাশ টেনে ধরতে হবে এখনই। এখনই না পারলে ভবিষ্যতে আরও সংশয় জন্ম দেবে। এসব ঘটনা অনেকেই জানেন।
বাংলাদেশ একটি অনুন্নত ও গরীব দেশ। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক, আধ্যাত্মিক এবং নৈতিক ভাবারায়ও আমরা বিব্রত ও দ্বিধাগ্রস্থ। পরিস্থিতি যা-ই হোক এই সংকট থেকে মুক্তির পথ খোঁজার প্রথম পদক্ষেপ হিসেবে নিম্ন বর্নিত কার্যক্রমের সম্প্রদানের মাধ্যমে এসমস্ত জটিল সমস্যাগুলোর সুফল আসবে বলে আমি আশা এবং বিশ্বস করি। আমার অবস্থান থেকে নিজস্ব সীমিত সম্পদ দিয়েই শুরু করতে চাই ব্যক্তিগত ভাবে। অনেক বেশি মানুষকে সেবা দেয়া আমার একার পক্ষে অসম্ভব। এ কাজের অভীষ্ট লক্ষ্যের দিকে পৌঁছতে অনেক সমস্যা আছে, অনেক ঝুঁকিও হয়ত আছে, কিন্তু এ কাজ অসম্ভব নয় - সেই ঈমানও আছে আমার। কুসংস্কারাচ্ছান্ন অন্ধকারের বুক চিরে আমার সম্ভাব্য শক্তি নিয়ে ধীরে ধীরে এগুতে প্রাথমিক পর্যায়ে আমি প্রতিষ্ঠা করতে চাই একটি পারিবারিক হোম সেন্টার, যার নাম হতে পারে "মা হীন মাতৃভূমি"।
1. পারিবারিক হোম সেন্টারঃ মা হীন মাতৃভূমি
THE MOTHER LAND OF MOTHERLESS
1.1 অবিবাহিত অসহায় সিঙ্গেল পেরেন্টগণ গর্ভ ধারণ থেকে শুরু করে সন্তান প্রসব করা পর্যন্ত (সংগঠনের নিয়ম শ্রিঙ্খলা অনুসারে, একটা নির্ধারিত সময়) এই সেন্টারে অবস্থান করবে।
1.2 সেন্টারে যোগ দেয়ার দিন থেকে সন্তান ভূমিষ্ট হওয়ার পরে ৩মাস সময়ের মধ্যে, জড়িত নর-নারী উভয়ে স্বেচ্ছায়-স্বইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার পাততে চাইলে, উভয় পবিবারের পিতা-মাতা/অভিভাবকদের এবং তদের স্থানীয় নেতৃবৃন্দের লিখিত শপথ নামা/আবেদন মা হীন মাতৃভূমি'র নীতিমালার ভিত্তিতে ভূমিষ্ট সন্তান ফেরত দেয়া যেতে পারে।
1.3 গর্ভসংক্রান্ত স্বাস্থ বিষয়ক শিক্ষা ও পরামর্শ
1.4 গর্ভাবস্থায় এবং এবং সন্তান প্রসবের সময় (একটা নির্ধারিত সময়) পর্যন্ত স্বাস্থ-পরিসেবার ব্যবস্থা থাকবে।
1.5 হালকা-পাতলা কর্মসংস্থান (শিশুসেবা, শিক্ষা, বিশ্রাম ও বিনোদনের ব্যবস্থা)
2. সেন্টারে ভূমিষ্ট অসহায় দুস্থ সন্তানদের সেবা প্রদান
2.1 খাদ্র দ্রব্য, পোশাকপরিচ্ছদ ও ঔষদসামগ্রী প্রদান
2.2 শিক্ষার পরিবেশ সৃষ্টি ও শিক্ষার ব্যবস্থা করা
2.3 বইপুস্তক ইত্যাদি সরবরাহ করা, স্কুলের বেতন দেয়া
2.4 শিশু নির্যাতন বন্ধ করা
2.5 সাধারণ শিক্ষার পাশে পেশাজীবী ও দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা
3. বিবিধ
সমাজের নানাবিধ বাঁধা বিপত্তির কারণে যখন এসমস্ত অসহায় শিশুদের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে, তখন আমি সেই নিষ্পাপ সন্তানগুলোকে হাসিমুখে বুকে টেনে নিতে চাই। আমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে। আমি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ত্রিশ লক্ষ জীবনের বিনিময়ে একটা স্বাধীন মাতৃভূমি পেয়েছি। বাবা-মাহীন শিশুদের একটা স্বাধীন মাতৃভূমির জন্য এটা আমার আরোও একটা জীবনযুদ্ধ।
সুপ্রিয় বিজ্ঞ পাঠক, এটি আমার ভবিষ্যৎ খসরা কর্মপরিকল্পনা। আমি বিশ্বস করি ব্লগে অনেক বিশেষজ্ঞ ও শুভানুধ্যায়ী রয়েছেন, যারা আমাকে এবিষয়ে বুদ্ধি ও পরামর্শ দিয়ে বিশেষ ভূমিকা পালন করবেন। খুব শিগ্রই আমার এই কর্মপরিকল্পনা নিয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দিব বলে আশা করছি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতিপুড়া ঘরে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩০



বাড়ির সামনে লম্বা বাঁধ
তবু চোখের কান্না থামেনি
বালিশ ভেজা নীরব রাত;
ওরা বুঝতেই পারেনি-
মা গো তোমার কথা, মনে পরেছে
এই কাঠফাটা বৈশাখে।

দাবদাহে পুড়ে যাচ্ছে
মা গো এই সময়ের ঘরে
তালপাতার পাখাটাও আজ ভিন্নসুর
খুঁজে পাওয়া যাচ্ছে... ...বাকিটুকু পড়ুন

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

×