যখন জীবনের হিসাব মেলাতে পারি না
সবকিছু এলোমেলো-হেবড়ো থেবড়ো
তখন একটি বটগাছের কথা খুব মনে পড়ে।
মন খারাপ থাকলে আড়ালে লুকাতে চেষ্টা করি
সেই বড় গাছের। ব্যর্থ হই।
সেই বটগাছ তো নিজেকে ক্ষয় করেছে
আমাকে আড়াল করতে।
সেই বটগাছটি আমার বাবা।
আলো ঝলমলে সূর্যও একসময় অস্ত যায়
আমরা ব্যস্ত যে-যার মত
ছুটছি কেবল
ছুটছি অবিরত
কিন্তু আমি তার কাছে ফিরে আসব বলে,
সেই বটগাছটি হয়তো দাড়িয়ে থাকতো
চির স্থির।
যেমন স্থির মানুষ সমাধি ’পরে।
জবি প্রেসক্লাব অফিস
২৬-০৫-২০২১ ইং

সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২১ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




