ফড়িং জীবন ছিল
লাভের ফাঁদে পড়ে চুকাই জীবনের লেনাদেনা,
কবেলা আহার যদিও জোটে,
ভুলে রাত এসে থমকে গেছে, নীল জোছনায়
একটা ঘাস ফড়িং জীবন ছিল,
ঠিক মেঘদের মতো,
শূন্য আরণ্যকে হিরণ্ময় মরীচিকা,
বুকের গভীরে ক্ষত।
আমার অধর রাঙিয়েছিল বাঁকা চোখের কাজল
বাষ্প মেঘদের প্রসারিত বুকে যত জল ধরে
তারও বেশি আভরণে যাপিত ভালবাসা
দিন ছিল আমাদের উদ্যম,
স্বপ্নে... বাকিটুকু পড়ুন






