
এই মুহূর্তে ড. মুহাম্মদ ইউনূসের মনের কথাটি এই সমন্বয়ক বলে দিয়েছেন। ইউনুস স্যার নোবেল ম্যান। তিনি নিজের মুখে তো আর এমন কথা বলতে পারেন না তাই মবন্বয়ক বাহিনী দ্বারা বলিয়ে নিচ্ছেন।
৫ আগস্টের পরে বাংলাদেশে এখন পর্যন্ত যে সকল অপরাধ ঘটিত হয়েছে সব কিছুই তিনি না দেখার ভান করে চলেছেন । বরং আগের সরকারের তুলনায় দেশে অপরাধ কম বলে চালিয়ে দিয়েছেন। এবং এগুলো সংবাদ মাধ্যম আগের চেয়ে বেশি করে প্রচার করে বলে হাসিমুখে বলে দিয়েছেন।
যে কোন সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতিতে সরকার প্রধানের দায় থাকলেও মহান ইউনুস রয়েছেন দায়হীন।
মানুজন হত্যা করে চলেছে বিএনপি।
চুরি ছিনতাই করছে কিশোর গ্যাং।
দূর্নীতি, ঘুষ, মামলা বাণিজ্য করছে নয়া রাজনৈতিক দল এনসিপি আর বিএনপি জামাত মিলেমিশে।
এসকল অপরাধের সাথে তার কোন যোগসূত্র নাই কারণ মহান স্যারের কোন নিজের দল নাই।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোন সরকারের আমলের চেয়ে খারাপ এসবে তার কোন ভ্রুক্ষেপ নাই।
তিনি একের পর এক বিদেশ সফর করে চেলেছেন আর হাসিমুখে ফটো খিচে চলছেন।
আজকে নিউজে এসেছে :
সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের পর্যাপ্ত সময় দরকার: ইইউ রাষ্ট্রদূত
তার ভাষায়, অন্তর্বর্তীকালীন সরকারকে ‘শ্বাস নেওয়ার সুযোগ’ দেওয়া দরকা
তারমানে ইইউ বলতে চাইছেন ইউনুস স্যারকে ৫ বচর ক্ষমতায় দেখতে চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


