ত্রিভুজ আমার লেখা কি বাস্তবতার সাথে মিলে না ?
উপন্যাসে কোন ঘটনাই সরাসরি উল্লেখ করে না । এরকম যদি হত শুধু টাইটানিক নিয়ে এত বড় 'টাইটানিক' ছবি বানানো হত না, শুধু টাইটানিক ডুবিয়েই ছবি বানানো যেত , কিন্তু পরিচালক তা না করে ভালবাসার সংমিশ্রণে তা করার চেষ্টা করে । আমার চেষ্টা তাইই।
বুঝতে পেরেছেন কি ???
আর যদি জাহাজে উঠার কিছুক্ষণের মধ্যেই আসল ঘটনা জানা যায় তাহলে আসল কাহিনীর মজাই পাওয়া যাবে না ।
ব্যাপারটাতে অনেকটা শ্বাস রুদ্ধকর ব্যাপার আছে, এ নিয়ে অনেক অপ্রচলিত সেনসরড ছবি আছে, তা দেখলে ঘটনার রোমাঞ্চতা অনুভব করা যাবে ।
আর আসল ঘটনা তো আমি বুঝতেই দেই নেই । তাহলে বুঝবেনই কিভাবে ?
হা. হ.া হ.া হহে হে হে েহাসি..আসলে বাংলাদেশে এখনও গল্প, উপন্যাস লেখা হয় পুরনো ধাচেঁকিছু নতুন ধারার দেখা পাওয়া যায় । টিভি সিরিয়াল এর কিছুটা উন্নতি হয়েছে, তবে পাশ্চত্য টিভি সিরিয়াল দেখলে বাংলাদেশীরা কিছু মজা পাবে বলে মনে হয় না, কারণ এতে সব সময়ই রহস্যটা জমিয়ে রাখা হয় । আর বাংলাদেশের সিনেমার অবস্থা তো আর মুখে আনলাম না ।
এই ঘটনা কোন সাধারণ ঘটনা না , একটু কল্পনাও ত্রিভুজ তোমাকে করতে হবে । আর সেই সাথে ধৈর্যও ধরতে হবে ।
আর আমি চেষ্টা করেছি প্যারা প্যারা করে আমি লেখার চেষ্টা করছি । কিন্তু তুমি হয়ত জান কিনা জানি না, প্যারা করা হয় দুই কারণে .-এক-লেখা সুন্দর দেখাতে অথার্ত পড়ার জন্য ।দুই- কোন একটি বিষয় থেকে দ্্বিতীয় কোন বিষয়ের সূচনা ঘটালে । আমি 2য় পদ্ধতি অনুসরণ করছি ।
আর প্যারার মাঝখানে ফাকঁ না দিয়ে আমি রঙের আশ্রয় গ্রহণ করেছি । এটাকে বলতে পার, আমার লেখার একটি বিশেষ
বৈশিষ্ট । এতেও পড়তে সুবিধা আরও বেশী হওয়ার কথা, বৈজ্ঞানিক তথ্য তাই তো বলে ।
আমি মনে হয় তোমাকে সব বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি কিনা জানি না ।
আর আমি এক দুই তিন পোষ্টেই ঘটনা বুঝাতে যাব না ।
কল্পনার আশ্রয় নেও...
সত্যিই যদি তুমি প্রযুক্তির কেউ হও...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



