আমি সর্বজ্ঞানী নই
--- শ্রাবণ আহমেদ
.
আমি সর্বজ্ঞানী নই।
তরণী ডুবিলে হারাই দিশে জল থইথই।
জ্ঞানী সদা জ্ঞানের ভাণ্ডার,
তিনিই কেবল জ্ঞানের আঁধার,
জ্ঞান তাঁহাতে লক্ষ হাজার,
আমি শূন্য রই।
আমি সর্বজ্ঞানী নই।
অতলে ডুবিলে বলি, কিনার রইলো কই?
জ্ঞানীর পদে চুম্বন করে,
আত্মজ্ঞানী হওয়ার তরে,
মগ্ন রইবো জনম ভরে,
নহে সামান্যই।
আমি সর্বজ্ঞানী নই।
তাই বলে কি হবো না? জ্ঞানী আমি হবোই!
জ্ঞানী যারা তারাই জানে,
অপর জ্ঞানীর কথার মানে,
অন্তর লোচন জ্ঞানীর পানে
খতে করবো সই।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



