কলেজে এসে পৌছলাম যথাসময়ে, ধীরে ধীরে সবাই জড়ো হতে শুরু করলো পূর্ব পরিকল্পনা অনুযায়ী। আজকের সকালটাও খুবই উপভোগ্য, ঝিরঝির বাতাস, নরম মিষ্টি রোদ, তার সাথে জড়ো একঝাক তরুণ-তরুণীর বিক্ষিপ্ত কোলাহল। সব মিলিয়ে উতসব মুখর পরিবেশ।যাকে নিয়ে এত আয়োজন, সবাই তার আগমনের অপেক্ষায় অস্থির সময় না কাটিয়ে কি করে দিনটাকে স্মরণীয় করে রাখা যায় এই নিয়ে ব্যস্ত।
আচমকা এক অসহায় কন্ঠে ভেসে আসলো,“ফুল নেবেন আপু ,ফুল নেবেন?”
তাকাতেই দেখি সে আর কেউ নয়, আমাদের সবার পরিচিত ফুলবানু (বানু)। নামটা আমাদেরই দেয়া।মুহূর্তকাল দেরি না করে সবাই একই সুরে বলে উঠলো,“হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।”এবং তার নিয়ে আসা সকল মালা দিয়ে তাকেই সাজানো হলো । যেন এক নতুন পুষ্পকন্যার আগমন ঘটলো কলেজ ক্যাম্পাসে। কিন্তু পুষ্পকন্যার দু চোখ জুড়ে অঝোর ধারায় জরছে জল। যা আন্দনের মাঝে বয়ে আনলো এক আবেগাপ্লুত নীরবতা।
“কাদচ্ছো কেন বানু? কি হলো তোমার” জানতে চাইলাম।
অশ্র“ভেজা কন্ঠে ও বললো,“ কত ফুল বেচলাম, কিন্তু কখনো শখ একটা মালা জড়াতে পারলাম না চুলে। কখনো এমন করে সাজায় নি তো কেউ, আমরা তো গরীব, তাই শখও নেই, আমার তো বাবা নেই, বাবা থাকলে হয়তো........................”
ফুলবানুর পেছনে পেছনে তার ছোট্ট কুটিরে এসে পৌছলাম আমরা। কুটির তো নয়, কোন রকমে মাথা গোজানোর ছোট্ট একটা স্থান। তার মমতাময়ী মা মেয়ের দিকে তাকিয়ে দু চোখ দিয়ে অশ্র“ ছেড়ে দিলো আর নির্বাক হয়ে তাকিয়ে রইলো, যেনো কখনো এমনরূপে দেখে নাই তার ফুলবানুকে।
ছোট্ট কুটিরে আজ জন্মদিনের আমেজ, কিন্তু জন্মধাত্রী সেই মাতা কি জানে আজ তার কলিজার টুকরোর জন্মদিন? জিজ্ঞেস করতেই যেন আকাশ থেকেই পড়লেন, “বানুর জন্মদিন!!! কে বললো আপনাদের?”
“আমরা বানুকে স্কুলে ভর্তি করাতে গিয়ে তার স্কুলের পুরনো রেকর্ড থেকে জানলাম। বানু আর ফুল বিক্রি করবে না, কাল থেকে আবার স্কুলে যাবে।” দেখতে না দেখতেই অশ্র“সিক্ত হলো মা মেয়ে দুজনেই ।
মুহূর্তের মধ্যেই মাটি হয়ে গেলো আমার সব আনন্দ। মেজাজ এখন আকাশচুম্বী। কি এমন ব্যস্ত সে, এমন একটা অনুষ্ঠানেও অনুপস্থিত। না, এটা মেনে নেওয়া যায় না কোনমতে। ইচ্ছে হচ্ছে একটা বকা দেই ফোন করে, নাহ থাক। কি আর হবে, থাকুক সে তার ব্যস্ততা নিয়ে। আমি বিড়বিড় করে যাচ্ছি আর এদিকে লোপা যেন কার সাথে ফিসফিস করছে। আমার চোখ পড়তেই ফোনটা কেটে দিলো সে। জানতে চাইলে সে এড়িয়ে গেলো কৌশলে । ওর আচরণটা ভালো ঠেকলো না আমার কাছে।
ও কি কিছু একটা লুকাচ্ছে?
চলবে>>>>>>>>>>>
বিঃ দ্রঃ এখনও একসেস পাইনি
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




